বিধানসভা ভবনে অন্তিম শ্রদ্ধা জানিয়ে বিদায় জানানো হলো বিশ্ব বন্ধুকে
প্রয়াত বিশ্ব বন্ধু সেনকে বিদায় জানানো হয়েছে বিধানসভা ভবন থেকে। শনিবার বিধানসভা ভবনে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ববন্ধু সেনকে।
দ্যা ফ্যাক্ট :- প্রয়াত ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের দেহ আনা হয়েছে রাজ্যে। বিধানসভা ভবনে উনাকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা।
প্রায় এক মাস পূর্বে মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে অসুস্থ হয়েছিলেন বিশ্ববন্ধু সেন। উন্নত চিকিৎসার জন্য ওনাকে নিয়ে যাওয়া হয় বহিঃ রাজ্যে। অবশেষে জীবনযুদ্ধে পরাস্ত হলেন বিশ্ব বন্ধু। শনিবার ত্রিপুরা বিধানসভা ভবনে উনাকে অন্তিম শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু প্রথম শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ববন্ধুকে। একে একে মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, বিরোধী দলনেতা, বিধায়ক, কর্মচারীসহ অন্যান্যরা শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ব বন্ধুকে।
What's Your Reaction?