বামুটিয়া বিধানসভার জেলা পরিষদের BJP প্রার্থীরা ভোট চাইনেল বাড়ি বাড়ি গিয়ে

আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীরা শুরু করেছেন ভোট প্রচার।

Jul 25, 2024 - 02:45
 0  46
বামুটিয়া বিধানসভার জেলা পরিষদের BJP প্রার্থীরা ভোট চাইনেল বাড়ি বাড়ি গিয়ে
বামুটিয়া বিধানসভা এলাকাতে জেলা পরিষদের তিন প্রার্থী ভোট চাইলেন বাড়ি বাড়ি গিয়ে।

দ্যা ফ্যাক্ট : আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের বামুটিয়া বিধানসভা এলাকার বিজেপি মনোনীত প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার শুরু করলেন। বুধবার বিজেপি প্রার্থী বলাই গোস্বামী, শিলা দাস সেন এবং মিষ্টু সরকার নিজ নিজ নির্বাচনী এলাকাতে ভোট চাইলেন জনতার কাছে। দাবি করলেন উন্নয়নের নিরিখে বিপুল ভোটে উনাদের জয়ী করানোর।

                        পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের অধীন তথা বামুটিয়া বিধানসভা এলাকার অন্তর্গত এক নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী খুশবু দেববর্মা (মহলানবীশ) ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অন্যদিকে বাকি ৩ টি আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে জোড় প্রচার কর্মসূচি শুরু করেছেন। বলাই গোস্বামী বামুটিয়া বিধানসভা এলাকার দীর্ঘদিনের পুর খাওয়া নেতৃত্ব। এবার তিনি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থী হয়েছেন এই এলাকা থেকে। অন্যদিকে বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিলা দাস সেন তিনিও জেলা পরিষদ প্রার্থী হয়েছেন। অপর আরো এক প্রার্থী মিষ্টু সরকার। এই তিন প্রার্থী নিজ নিজ নির্বাচনী এলাকাতে বুধবার মানুষের সাথে গিয়ে জনসম্পর্ক তৈরি করেছেন। কথা বলেছেন ভোট সংক্রান্ত বিষয়ে। উন্নয়নের নিরিখে এই তিন প্রার্থী এইদিন ভোট চেয়েছেন জনতার কাছে। এইদিন দলীয় প্রার্থীদের সাথে প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধনদাস, মন্ডল সভাপতি বিজু পাল, এলাকার অপর প্রাক্তন বিধায়ক প্রকাশ চন্দ্র দাস সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow