বামুটিয়ায় ১০৫ জন ভোটার CPI(M) থেকে BJP-তে
বামুটিয়াতে বিরোধী শিবিরে ভাঙ্গন
দ্যা ফ্যাক্ট :- সামনেই লোকসভা নির্বাচন। এরই মধ্যে বামুটিয়া বিধানসভা এলাকায় বিরোধী শিবিরে ভাঙ্গন। বৃহস্পতিবার ২৮ নং বুথে বিজেপি বামুটিয়া মন্ডল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় যোগদান সভা।এই যোগদান সভাতে ৩৯ পরিবারের ১০৫ জন ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এই দিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নিয়েছেন বামুটিয়া মন্ডল সভাপতি বিজু পাল সহ দলের অন্যান্য নেতৃত্বরা।
এই এলাকাতে দীর্ঘদিন যাবত সিপিআই(এম) দলের হয়ে কাজ করছিলেন বেশ কিছু নাগরিক। ২০১৮ সালে ক্ষমতার পালা বদল হওয়ার পরও উনারা দল পরিবর্তন করেননি। কিন্তু বৃহস্পতিবার ১০৫ জন ভোটার বিজেপি দলে যোগদানে এগিয়ে এসেছেন।এদিন যারা বিজেপিতে যোগদান করেছেন তাঁরা জানান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে প্রভাবিত হয়েছেন চারা। তাই তাঁরা বিজেপি দলে যোগদান করেছেন। আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের যোগদান সভা বামুটিয়া বিধানসভা এলাকাতে জারি থাকবে বলে জানিয়েছেন নেতৃত্বরা।
What's Your Reaction?