বামুটিয়া PHC-তে চিকিৎসকদের গালিগালাজ ও কাজে বাঁধা,অভিযোগ প্রতারক অরূপের বিরুদ্ধে
কর্তব্যরত স্বাস্থ কর্মীদের হুমকি ও গালিগালাজ, উপরন্ত স্বাস্থ্য দপ্তরের অভিযোগ করল প্রতারক অরূপ ধর
দ্যা ফ্যাক্ট:-এলাকায় কুখ্যাত প্রতারক হিসেবে পরিচিত অরূপ ধর কর্মরত চিকিৎসকদের গালিগালাজ এবং হুমকি প্রদানকে কেন্দ্র করে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছে স্থানীয়রা। ঘটনা বামুটিয়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগ কর্মরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের হুমকি দেওয়ার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ ও কাজে বাধা দিয়েছে এই কুখ্যাত অরূপ ধর। এই ধরনের ঘটনা সংঘটিত করে উপরন্ত চিকিৎসক ও স্বাস্থ কর্মীদের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ করেছে বলে জানা গেছে।
বেশ কিছুদিন পূর্বে মোহনপুর মহকুমা শাসকের নির্দেশে মোহনপুর দমকল বিভাগের কর্মীরা বেড়ীমুড়া এলাকা থেকে আহত অবস্থায় একজন ভবঘুরেকে উদ্ধার করে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক প্রাথমিক ভাবে উনাকে দেখার পর জিবিপি হাসপাতালে স্থানান্তর লিখে দেন। এই প্রক্রিয়া চলাকালীন সময়ে কেন এই ভবঘুরেকে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করা হবে না তার জবাব চেয়ে অকথ্য ভাষায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের গালিগালাজ করে এলাকার প্রতারক হিসেবে পরিচিত অরূপ ধর। কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ব্যবহারে হতভম্ব হয়ে পড়েন। অশালীন ভাষায় তার চিৎকারে অতিষ্ঠি হয়ে ওঠেন রোগীসহ রোগীর আত্মীয়স্বজনরা। এদিন রাতেই অরূপ ধর চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের হুমকি দিয়ে গেছে তাঁদের বিরুদ্ধে সংবাদ সম্প্রচার করা হবে বলে। দেখা গেল এক সংবাদপত্রে চিকিৎসকদের নামে মিথ্যা এবং কুৎসা সংবাদ পরিবেশিত করিয়েছে অরূপ ধর। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিকট অভিযোগও করেছেসে। জানা গেছে যে ভবঘুরেকে উদ্ধার করে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল তার পায়ে ক্ষত ছিল। সাধারণত এই ধরনের ক্ষত কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করা হয় না। কিন্তু এলাকাতে প্রতারক হিসেবে পরিচিত অরূপ ধর যেভাবে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দিয়েছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত। চিকিৎসকদের সাথে অষালীন আচরণ এবং কাজে বাঁধা দেওয়ার বিষয়ে অরূপ ধরের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। যাতে করে হাসপাতালে ভেতর এই ধরনের ঘটনা আর কেউ সংঘটিত না করতে পারে।
What's Your Reaction?