বামুটিয়া জলিলপুর সড়কে ভেঙ্গে পড়ল বক্স কালভার্ট, আহত বাইক চালক
মঙ্গলবার ভোরে বামুটিয়া বাজার থেকে জলিলপুর যাওয়ার পথে দীর্ঘ বছরের পুরানো বক্স কালভার্ট ভেঙ্গে পড়ল
দ্যা ফ্যাক্ট :-বামুটিয়া থেকে জলিলপুর যাওয়ার পথে দীর্ঘদিনের পুরানো বক্স কালভার্ট ভেঙ্গে পড়ল। মঙ্গলবার ভোরে বক্স কালভার্ট ভেঙ্গে পড়াকে কেন্দ্র করে আহত হয়েছেন একজন বাইক চালক। স্থানীয়রা আহত বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বাবুটিয়া বাজার ও জলিলপুরের সাথে যোগাযোগের জন্য প্রধান সড়ক পথের উপর বহুবছর আগে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছিল। এই রাস্তা দিয়ে যাতায়াত করার জন্য বছর পর বছর যাবত এই বক্স কালভার্টের উপর দিয়ে যাতায়াত করতে হতো যানবাহন থেকে শুরু করে গ্রামবাসীদের। মঙ্গলবার ভোরে স্থানীয়রা দেখতে পান এই বক্স কালভার্টটি ভেঙ্গে গেছে। এরই মধ্যে একজন বাইক চালক ভাঙ্গা বক্স কালভার্টে পড়ে গিয়ে আহত হয়েছেন। ফলে এই সড়ক দিয়ে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। এলাকার কৃষক, শ্রমজীবী মানুষ, কর্মচারী এবং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। স্থানীয়দের দাবি অতিসত্বর বক্স কালভার্ট নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন।
What's Your Reaction?