বামুটিয়ায় তাঁত শিল্পীদের মধ্যে প্রশিক্ষণ শেষে প্রদান করা হয়েছে তাঁত

বামুটিয়া তাঁত শিল্প সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এলাকার মহিলাদের কাপড় বুনার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যারা এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন উনাদের কাপড় তৈরির জন্য প্রদান করা হয়েছে তাঁত।

Mar 28, 2025 - 22:12
Mar 29, 2025 - 22:17
 0  42
বামুটিয়ায় তাঁত শিল্পীদের মধ্যে প্রশিক্ষণ শেষে প্রদান করা হয়েছে তাঁত
বামুটিয়া তাত শিল্প সমবায় সমিতির লিমিটেডে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁত।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- প্রশিক্ষণ শেষে সুবিধাভোগীদের প্রদান করা হয়েছে কাপড় তৈরির জন্য তাঁত। শুক্রবার বাবুটিয়া তাঁত শিল্প সমবায় সমিতি লিমিটেডে হয়েছে তাঁত বিতরণ অনুষ্ঠান। ন্যাশনাল হ্যান্ডলুম ডেভলপমেন্ট প্রকল্পে সুবিধাভোগীদের মধ্যে প্রদান করা হয়েছে কাপড় বুনার তাঁত।

বামুটিয়া তাঁত শিল্প সমবায় সমিতি লিঃ দীর্ঘ বছর আগে এলাকার তাঁত শিল্পীদের নিয়ে গঠিত হয়েছিল। পূর্বে মূলত মনিপুরী সম্প্রদায়ের মানুষ তাঁত শিল্পের সাথে ওতপ্রুত ভাবে জড়িত ছিল। বর্তমানে বাঙালি অংশের মহিলারাও গ্রহন করছেন প্রশিক্ষণ। যুক্ত হচ্ছেন তাঁত শিল্পের সাথে। এই শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বামুটিয়া তাঁত শিল্প সমবায় সমিতি লিঃ মহিলাদের কাপড় বুনার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই প্রশিক্ষণ শেষে মোট ৩০ জনকে কাপড় তৈরি করার তাঁত প্রদান করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ বলেন এই তাঁতের মাধ্যমে কাপড় তৈরি করে আগামী দিনে মহিলারা আত্মনির্ভরতার পথে এগিয়ে যাবেন। পাশাপাশি তাদের উৎপাদিত কাপড় প্রত্যেকে ক্রয় করার জন্য আহ্বান করেছেন তিনি। আশ্বাস দিয়েছেন নিজেও এই কাপড় ক্রয় করবেন বলে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, মন্ডল সভাপতি শিরেন্দ্র দাস, বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow