বামুটিয়ায় কৃষকদের নিয়ে সচেতনতা কর্মসূচি
#কৃষি#কৃষক#সচেতনতামূলক#কর্মসূচি

দ্যা ফ্যাক্ট ব্যুরো:- বামুটিয়া কৃষি মহকুমার উদ্যোগে বেড়ীমুড়াস্থিত কমিউনিটি হলের কৃষক ক্ষেত্রীয় বিদ্যালয়ে এক দিবসীয় কৃষক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই শিবিরে কৃষকদের বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সচেতন করা হয়। এই সমস্ত প্রকল্পগুলির সুবিধা নিয়ে কৃষকরা কিভাবে আরও আর্থিকভাবে লাভবান হতে পারেন সে সমস্ত বিষয়ে করা হয় আলোচনা। এদিনের এই এক দিবসীয় কৃষক সচেতনতা শিবিরে কৃষক সম্মান নিধি, ফসল বীমা, ফসল রপ্তানি সমেত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার কৃষি দপ্তরের সহ অধিকর্তা ডঃ উত্তম সাহা, বামুটিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক রাজু রবিদাস পশ্চিম জেলার জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য সহ অন্যান্যরা।
What's Your Reaction?






