ফটিকছড়া থেকে ১৩ কোটি টাকা ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১
ডিআরআই এবং আসাম রাইফেলের অভিযানে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার।
দ্যা ফ্যাক্ট : বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হল ডিআরআই এবং আসাম রাইফেলের যৌথ অভিযানে। লেফুঙ্গা থানার অন্তর্গত ফটিক ছড়ার চিরনঞ্জিত দেবনাথের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অবৈধ নেশা সামগ্রী। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তের মা স্বপ্না দেবনাথকে।
রাজ্যের নেশা বাণিজ্যের শেকড় কতটা গভীরে চলে গেছে তা অনুমান করা যথেষ্ট কষ্টকর। রাজনৈতিক আশ্রয়, পুলিশের সাথে নেশা কারবারিদের সখ্যতা এবং সামাজিক প্রশ্রয় নেশা বাণিজ্য ত্রিপুরাতে আজ যুব প্রজন্মকে ধ্বংসের মুখে নিয়ে দাঁড় করিয়েছে। ফটিকছড়া এলাকায় এমনই এক নেশা কারবারি চিরঞ্জিত দেবনাথ। দীর্ঘদিন যাবত অবৈধ নেশা বাণিজ্যের সাথে জড়িত সে। গোপন খবরের ভিত্তিতে আসাম রাইফেল এবং ডিআরআই যৌথভাবে অভিযান চালায় তার বাড়িতে। গ্রেফতার করা হয়েছে তার মা স্বপ্না দেবনাথকে। জানা গেছে এই ঘটনার সাথে জড়িত রয়েছে তার বাবা সুবোধ দেবনাথ। নেশা বিরোধী অভিযান চলাকালীন সময়ে প্রায় ১৩ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে অভিযানকারী দল। গ্রেফতার করা হয়েছে প্রধান অভিযুক্তের মা তথা অন্যতম অভিযুক্ত স্বপ্না দেবনাথকে। তবে উদ্ধার হওয়া এই নেশা সামগ্রীর মালিকানা আরো একাধিক জন এখনো পাকড়াও হয়নি। স্থানীয় জনতার দাবি উদ্ধার হওয়া নেশা সামগ্রীর সমস্ত মালিক দের বিরুদ্ধে অভিযান চালাক নিরাপত্তা কর্মীরা।
What's Your Reaction?