প্রয়াত হলেন বিশিষ্ট প্রাবন্ধিক তথা মন্ত্রীর পিতা শ্যামল চৌধুরী
রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব শ্যামল চৌধুরীকে রবীন্দ্র ভবন চত্বরে অন্তিম শ্রদ্ধা নিবেদন
দ্যা ফ্যাক্ট :- প্রয়ত হলেন রাজ্যের পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা শ্যামল চৌধুরী। রবিবার রাজ্যের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন তিনি। দীর্ঘদিন যাবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন শ্যামল চৌধুরী। বাংলাদেশ সরকারের তরফে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মেলনা প্রদান করা হয়েছে উনাকে। বিশিষ্ট প্রাবন্ধিক শ্যামল চৌধুরীকে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, ঐতিহ্যের বিকাশে অবদানের জন্য বিভিন্ন সময় সম্মানিত হয়েছেন তিনি। রবিবার শেষ নিশ্বাস ত্যাগ করার পর উনার মরদেহ নিয়ে আসা হয় রবীন্দ্রসদবার্ষিকী ভবন প্রাঙ্গনে। সেখানে ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সম্পাদক সুবল কুমার দে, বিধায়ক সুদীপ রায় বর্মন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট জনেরা অন্তিম শ্রদ্ধা নিবেদন করেছেন।
What's Your Reaction?