প্রদ্যুতের ২০২৩ ভোটের ফলাফল মূল্যায়নকে পাথেয় করে উপনির্বাচনে অ-BJP প্রার্থীদের সমর্থন না করার ঘোষণা মোথার

উপনির্বাচনে কোন প্রার্থীকে সমর্থন না করার ঘোষণা মোথার

Sep 2, 2023 - 03:27
 0  45
প্রদ্যুতের ২০২৩ ভোটের ফলাফল মূল্যায়নকে পাথেয় করে উপনির্বাচনে অ-BJP প্রার্থীদের সমর্থন না করার ঘোষণা মোথার

দ্যা ফ্যাক্ট ব্যুরো:-ধুনপুর বক্সনগর আসনে উপনির্বাচনে রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মোথার ভূমিকা কি হবে তা প্রকাশ্যে আনতে দলের সময় লাগলো প্রায় এক মাস। ৫ তারিখ নির্বাচন। এরই মধ্যে শনিবার তিপ্রামোথা দলের নেতৃত্বরা ঘোষণা করলেন সিপিআইএম এবং কংগ্রেস সমর্থিত প্রার্থীকে সমর্থন না করার। অপরদিকে ভোটারদের ভোটদানের অধিকার উন্মুক্ত রাখল দল। প্রশ্ন উঠছে সহজ সরল এই সমীকরণ টুকু প্রকাশ্যে আনতে প্রায় একমাস সময় লাগলো কেন?

                         যদি ২০২৩ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার কয়েকদিন পরের দলীয় সভায় দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববর্মনের বক্তব্য মনে করা যায় দেখা যাবে তিনি প্রকাশ্যে বলেছিলেন তিপ্রামোথা দল নন এডিসি এলাকায় প্রার্থী দেওয়ার কারণে বিরোধী ভোট ভাগাভাগিতে শাসক দল বিজেপির অনেকটাই সুবিধা হয়েছে। অর্থাৎ সেই সময় প্রদ্যুৎ কিশোর যে কথাটা সরাসরি বলেননি তা এই উপনির্বাচনে ঘুরিয়ে কার্যকর করেছে দল।তিপ্রামোথা দলের লাগাম এখন রাঙ্খল উনিমেষ দের হাতে। প্রায় একমাস আগে সিপিআইএম কংগ্রেস এবং তিপ্রামোথা দলের নেতৃত্বরা উপ নির্বাচনকে কেন্দ্র করে বৈঠক করেছিলেন। কিন্তু এই বৈঠকের রাজনৈতিক সমীকরণ কি হবে তা প্রকাশ্যে আনতে তিপ্রা মোথার সময় লাগলো এক মাস। প্রদ্যুৎ কিশোর নন এডিসি এলাকাতে প্রার্থী দেওয়ায় বিজেপির সুবিধা হওয়ার বিষয়ে যে আক্ষেপ প্রকাশ্যে করেছিলেন সেই ভুল দল পুনরাবৃত্তি করতে চাইছে না। শনিবার দলের এই ঘোষণায় এটাই ধারণা করছে রাজনৈতিক মহল। উপ নির্বাচনে বিজেপি দলকে আটকাতে সিপিআইএম প্রার্থীদের দলীয় সমর্থকেরা ভোট দিক এটাই ইঙ্গিত করছে প্রদ্যুৎ কিশোরের তৎকালীন বয়ান এবং বর্তমানে দলের ভোট রণকৌশল। শনিবার দলীয়ভাবে সিপিআইএম কংগ্রেস প্রার্থী দের সমর্থন না করার ঘোষণা প্রকাশ্যে আসার আগেই বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রগুলিতে দলীয় নেতৃত্ব এবং কর্মীদের সাথে দফায় দফায় সভা করলেন বিরোধী দলনেতা থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা। অবশেষে প্রকাশ্যে সিপিআইএম এবং কংগ্রেস সমর্থিত প্রার্থীকে সমর্থন না করার ঘোষণা দিলেও অভ্যন্তরীণভাবে এই বার্তা দলীয় কর্মীদের দিয়েছেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। ২০২৩ বিধানসভা নির্বাচনের পর প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ভোট ভাগাভাগি নিয়ে যে মূল্যায়ন ছিল আপাতত সেই মূল্যায়নকে পাথর করেই এগিয়ে যাওয়ার ছবি নজরে আসছে তিপ্রামোথা মত দলের তরফে। এখন দেখার এই দুই কেন্দ্রে উপনির্বাচনে রাঙ্খল আনিমেষদের এই স্ট্রেটেজি কতটা আটকাতে পারে বিজেপিকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow