চুরি কান্ডে স্বর্ণের হার সমেত দুই অভিযুক্তকে গ্রেফতার করল এডিনগর থানার পুলিশ
প্রায় দুই মাস পূর্বে শ্রীপল্লী এলাকা থেকে স্বর্ণের হার চুরি করে পালিয়ে যায় এক অভিযুক্ত। বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করে এডি নগর থানা পুলিশ। পাশাপাশি আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া স্বর্ণের হার।
দ্যা ফ্যাক্ট :-প্রায় দুমাস পূর্বে বাধারঘাঠ শ্রীপল্লী এলাকা থেকে এক মহিলার স্বর্ণের হার ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতী। পুলিশে অভিযোগ করার পর এডিনগর থানার পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরো এক অভিযুক্তকে জালে তুলে পুলিশ। পাশাপাশি স্বর্ণের হার উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের শুক্রবার আদালতে পাঠায় পুলিশ।
গত অক্টোবর মাসে শ্রীপল্লী এলাকায় সংযোগ সাহা নামে এক ব্যক্তির দোকানে আইসক্রিম কিনতে আসে কতিপয় ব্যক্তি। সেই সময় দোকানে ছিলেন উনার মা। আইসক্রিম দেওয়ার সময় এক দুষ্কৃতী উনার গলার স্বর্ণের হার ছিনতাই করে দৌড়ে পালিয়ে যায়। তারপরে অভিযোগ করা হয় পুলিশে। সিসি ক্যামেরাতে গোটা ঘটনা। ঘটনার পর উপযুক্ত প্রশান্ত শীল গাঁ ঢাকা দেয়। গতকাল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় তাকে সহযোগী হিসেবে কাজ করা বিশ্বনাথ দত্তকেও গ্রেফতার করে পুলিশ। দুজনকেই ইচি বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুই অভিযুক্তকে আদালতে পাঠায় এডি নগর থানার পুলিশ। এই ঘটনার সাথে আরো অন্য কেউ যুক্ত রয়েছে কিনা সেই। বিষয়টিও খতিয়ে দেখছে এডি নগর থানার পুলিশ।
What's Your Reaction?