নেশার আঁতুড়ঘরে পরিণত মোহনপুরের পাহাড়

প্রতিদিন নেশার পেছনে ছুটছে যুবক যুবতী, বিপন্ন আগামী প্রজন্ম

Oct 8, 2023 - 02:25
 0  48
নেশার আঁতুড়ঘরে পরিণত মোহনপুরের পাহাড়
ড্রাগস প্রতিদিন গিলে খাচ্ছে যুবক-যুবতীদের। ছবি-দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-মোহনপুর মহকুমার পাহাড় এখন নেশার চাদরে আচ্ছাদিত। বিশেষ করে হেজামারা ব্লকের সুবলসিং বাজার,শনিবার বাজার,বড়কাঠাল,এসরায়, সমেত বিস্তীর্ণ এলাকার যুবক যুবতীরা প্রতিদিন এই নেশার থাবায় ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। প্রখ্যান্তরে নির্বিকার পুলিশ।

                     গোটা উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি ছোট্ট রাজ্য ত্রিপুরা প্রতিদিন ড্রাকসের নেশায় বিলীন হয়ে যাচ্ছে। সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস নেওয়ার পাশাপাশি ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন নেশা সামগ্রী এখন যুব সমাজের হাতের মুঠোয়। হেজামারা ব্লক এলাকার বরকাঠাল, এসরায়, ডুঙরাকামী, সুরেন্দ্রনগর সমেত বিস্তীর্ণ এলাকার যুবক-যুবতীরা নেশার করাল গ্রাসে ইতিমধ্যেই আক্রান্ত হয়ে গেছে। চুরাইবারি চেকপোস্ট দিয়ে নেশা সামগ্রী গুলো রাজ্যে প্রবেশ করার পর শহর থেকে প্রত্যন্ত গ্রামের যুবক যুবতীদের হাতে নাগালে পৌঁছে যাচ্ছে। কিন্তু পুলিশ এই নেশা কারবারি এবং নেশার রমরমা রুখতে পুরোপুরি ব্যর্থ সিধাই থানার পুলিশ। স্থানীয় মানুষদের দাবি নেশার থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করুক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow