নিখোঁজ ২ নাবালিকাকে উদ্ধার করে সিধাই থানার পুলিশ

মোহনপুরে দুই এলাকা থেকে নিখোঁজ হয়েছিল দুইজন নাবালিকা। তদন্তে নেমে অক্ষত অবস্থায় নাবালিকাদের উদ্ধার করে পরিবারে হাতে ফিরিয়ে দেয় পুলিশ।

May 14, 2024 - 03:59
May 14, 2024 - 04:07
 0  29
নিখোঁজ ২ নাবালিকাকে উদ্ধার করে সিধাই থানার পুলিশ
ফাইল ছবি

দ্যা ফ্যাক্ট :- রহস্যজনকভাবে পরপর দুদিন নিখোঁজ হওয়া দুই নাবালিকাকে উদ্ধার করতচ সক্ষম সিধাই থানার পুলিশ। গত শনিবার এবং রবিবার দুই এলাকা থেকে নিখোঁজ হয়েছিল দুই জন নাবালিকা। নাবালিকার পরিবারের লোকেরা অভিযোগ করে সিধাই থানায়। সঙ্গে সঙ্গে নাবালিকাদের সন্ধানে তৎপর হয়ে পরে পুলিশ। সোমবার পৃথক দুই এলাকা থেকে নাবালিকাদের উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। গত শনিবার কলাগাছিয়া এলাকা থেকে নিখোঁজ হয় এক নাবালিকা। পুলিশ তদন্ত শুরু করে নাবালিকাকে যোগেন্দ্রনগর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। অন্যদিকে জগতপুর এলাকা থেকে নিখোঁজ হয় আরো এক নাবালিকা। তাকেও গর্জি এলাকা থেকে উদ্ধার করেছে সিধাই থানার পুলিশ। দুই নাবালিকাকে অক্ষত অবস্থায় সোমবার পরিবারে হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow