নিখোঁজ হবার ৫ দিন পর পচাগলা দেহ উদ্ধার
ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে এক মহিলা আটক
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা,আমবাসা:-আমবাসার আনন্দ দেববর্মা পাড়ার জেবি স্কুল সংলগ্ন জঙ্গল থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার।মৃতের নাম দুঃখী শ্যাম হালাম(৬৩)।মৃত দেহে পচন শুরু হয়েছে।জানা গেছে বিগত পাঁচ দিন যাবত নিখোঁজ ছিলেন তিনি।ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে এক মহিলাকে আটক করেছে পুলিশ।
আমবাসার এলাকার পশ্চিম লালছড়ির হালামপাড়ার নিবাসী দুঃখী শ্যাম হালাম গত শনি বার থেকে নিখোঁজ।প্রাথমিক ভাবে খোঁজা খুঁজির পর কোন হদিস মেলেনি তাঁর।পরে পরিবারের তরফে পুলিশে মিসিং ডায়রি করা হয় বলে জানান এসডিপিও নিত্যা নন্দ সরকার।সেই থেকে আর কোন খোঁজ খবর মেলেনি দুঃখীশ্যামের।এরই মধ্যে বুধবারের দুপুর নাগাদ এক জঙ্গল থেকে পঁচা গলা দেহ উদ্ধারের ঘটনা সামনে আসে।ঘটনা স্হলে ছুটে যায় পুলিশ বাহিনী।মৃত দেহে পচন শুরু হয়ে যাওয়ায় প্রথমে সনাক্ত করা সম্ভব হয়নি।পরে নিখোঁজ ব্যক্তির পরিবারের তরফে দেহ সনাক্ত করা হয়।এসডিপিও নিত্যা নন্দ সরকার জানা ঘটনা স্হলে মেডিকেল টিম এবং ম্যাজিস্ট্রেট এসেছেন। এখানেই হয়েছে ময়না তদন্ত।ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে এক মহিলাকে আটক করে পুলিশ।এখন দেখার এই মহিলাকে জিজ্ঞাসা বাদ করে ঘটনার সাথে জড়িত থাকার বা নাথার বিষয়ে কোন তথ্য উঠে আসেকিনা।
What's Your Reaction?