নরসিংগর ডিটেনশন সেন্টার থেকে পালিয়ে গেল ১০ বাংলাদেশি
নরসিংগরের ডিটেনশন সেন্টার থেকে মোট ১০ জন বাংলাদেশী নাগরিক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এদের মধ্যে ছিল সাজা সমাপ্ত হওয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক। রাতের আঁধারে পালিয়ে যেতে সক্ষম হয়েছে তারা। ২৯ সেপ্টেম্বর রাতে দষ২ জন এবং ৩০ তারিখ রাতে ৮ জন পালিয়ে গেছে।
দ্যা ফ্যাক্ট :- এয়ারপোর্ট থানার অন্তর্গত নরসিংগরে পুলিশি নিরাপত্তা বেষ্টনী থেকে মোট ১০ বাংলাদেশের নাগরিক পালিয়ে গেল। ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও কাউকেই উদ্ধার করতে পারল না পুলিশ। জানা গেছে বিভিন্ন সময় সাজা সমাপ্ত হওয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী ছিল এরা।
গত ২৯ সেপ্টেম্বর গভীর রাতে মোট ২ জন বাংলাদেশী নাগরিক নরসিংগরের ডিটেনশন সেন্টার থেকে পালিয়ে গেছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ৩০ তারিখ রাতে আরো ৮ জন বাংলাদেশী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। যেখানেই তাদেরকে রাখা হয়েছিল সেখানকার নিরাপত্তা ব্যবস্থা ছিল একেবারেই নড়বড়ে। ছিলনা পর্যাপ্ত নিরাপত্তা কর্মী। এই সুযোগকে কাজে লাগিয়ে রাতের আঁধারে মোট ১০ বাংলাদেশি নাগরিক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। যতদূর জানা গেছে বিভিন্ন সময় রাজ্যে সাজাপ্রাপ্ত বাংলাদেশী নাগরিক সাজা সমাপ্ত হওয়ার পর এখানে আনা হয়েছিল। পাশাপাশি সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে এমন অনুপ্রবেশকারীদের কেউ রাখা হয়েছিল এখানে। সঙ্গবদ্ধভাবে এরাই নিরাপত্তা বেষ্টনে ভেঙ্গে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার একেবারে চূড়ান্ত দুর্বলতার নজিস স্থাপন হয়েছে এই ডিটেনশন ক্যাম্পে। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী নাগরিকদের রুখার ক্ষেত্রে পরিকাঠামো দুর্বলতা কতটা নড়বড়ে।
What's Your Reaction?






