দুর্গা বাড়িতে পূর্ত দপ্তরের ড্রেন নির্মাণকে ঘিরে কাটা পড়ল গ্যাস সরবরাহকারী পাইপ

আগরতলা বামুটিয়া সড়কের দুর্গা বাড়ি এলাকায় রাস্তার পাশে পূর্ত দপ্তর ড্রেন নির্মাণ করতে গিয়ে গ্যাস সরবরাহকারী পাইপ কেটে যায়। এতে গ্যাস বের হয়ে দুর্ঘটনা সম্ভাবনা দেখা দেয়। যদিও টিএনজিসিএল আধিকারিকরা ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।

Aug 29, 2025 - 23:27
 0  19
দুর্গা বাড়িতে পূর্ত দপ্তরের ড্রেন নির্মাণকে ঘিরে কাটা পড়ল গ্যাস সরবরাহকারী পাইপ
দুর্গা বাড়িতে পূর্ত দপ্তরের ড্রেন নির্মাণকে ঘিরে কাটা পরা গ্যাসের পাইপ মেরামত করছে TNGCL ।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- ড্রেন নির্মাণের কাজ করতে গিয়ে টিএনজিসিএল এর গ্যাস সরবরাহকারী পাইপ কেটে দিল পূর্ত দপ্তর। অবশ্যই হয়েছে প্রচুর পরিমাণ গ্যাস। টিএনজিসি এর কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।

শুক্রবার সকালে দুর্গাবাড়ি বাড়ির সংলগ্ন লবণের ফ্যাক্টরির সামনে পূর্ত দপ্তর ড্রেন নির্মাণ করার জন্য মাটি খোঁড়ার কাজে হাত দেয়। ঠিক সেই সময় গ্যাস সরবরাহকারী পাইপ কেটে যায়। বের হতে শুরু করে গ্যাস। দীর্ঘ সময় গ্যাস বের হয়েছে পাইপের কাটা অংশ দিয়ে। খবর দেয়া হয় টিএনজিসিএলকে। ঘটনাস্থলে আসে টিএনজিসিএল এর আধিকারিক এবং কর্মচারীরা। শুরু হয় পাইপ মেরামতের কাজ। গ্যাস বন্ধ করে পাইপ মেরামত করা হয়। এদিন টিএনজিসিএল কর্তৃপক্ষ জানান এই এলাকাতে ড্রেন নির্মাণ করার ব্যাপারে পূর্ত দপ্তরের তরফে কোন ধরনের বার্তা দেওয়া হয়নি টিএনজিসিএলকে। ফলে এই দুর্ঘটনায় এদিন সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন টিএনজিসিএল আধিকারিক। এদিন প্রায় দেড় লক্ষ টাকার গ্যাস অপচয় হয়েছে বলে জানা গেছে। আগামী দিনে এই ধরনের কাজ করার ক্ষেত্রে টিএনজিসিএলকে আগাম বার্তা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে টিএনজিসিলেট তরফে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow