দুর্গাবাড়ির চা বাগানে BJP-র সদস্যপদ অভিযান
চা বাগানের শ্রমিকদের সাথে মতবিনিময়ের পাশাপাশি সদস্যপদ অভিযানের উদ্যোগ নিল বিজেপি।
দ্যা ফ্যাক্ট :- ভারতীয় জনতা পার্টির সদস্যপদ অভিযান কর্মসূচি বাস্তবায়িত হলো দুর্গাবাড়ি চা বাগানে। চা বাগানে শ্রমিকদের সাথে মতবিনিময়ের পাশাপাশি দেওয়া হয়েছে সদস্যপদ। এতে উপস্থিত ছিলেন দলের সংগঠন মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ।
রাজ্যে বিজেপির দ্বিতীয় পর্যায়ের সদস্যপদ অভিযান শুরু হয়েছে। তারই অংশ হিসেবে শুক্রবার দুর্গাবাড়ি চা বাগানের কর্মরত শ্রমিকদের সদস্যপদ প্রদান করা হয়েছে। পাশাপাশি চা শ্রমিকদের সাথে মতবিনিময় করা হয়েছে এই কর্মসূচিকে কেন্দ্র করে। দুর্গাবাড়ি চা বাগান প্রাঙ্গণে এই সদস্যপদ অভিযান কর্মসূচিতে দলের সংগঠন মন্ত্রী রবি রাজু, দলের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিপিন দেববর্মা, মন্ডল সভাপতি বিজু পাল, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে দলের সদস্য বৃদ্ধি কার্যক্রমে ভূমিকা নিয়েছেন। এদিন এই এলাকার কর্মরত চা শ্রমিকদের বিজেপির সদস্যপদ প্রদান করা হয়েছে। এই বিষয়ে অমিত রক্ষিত বলেন, এই এলাকার চা শ্রমিকরা বিজেপির সদস্যপদ গ্রহণ করতে চেয়েছেন। তাদের এই আহ্বানে সাড়া দিয়ে এই এলাকায় এসে তাদের সদস্যপদ প্রদান করা হচ্ছে। পাশাপাশি মানুষের কাছে এসে এই সদস্যপদ অভিযানের মধ্য দিয়ে মানুষের অবস্থা সম্পর্কে অবগত হওয়া যায়, যা দলের পক্ষে অত্যন্ত উপকারী বলে অভিমত ব্যক্ত করেন শ্রী রক্ষিত।
What's Your Reaction?