দাবি আদায়ের লক্ষ্যে আসাম আগরতলা জাতীয় সড়কে বসলো আত্মসমর্পণকারী বৈরীরা
বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলো যৌথভাবে আসাম আগরতলা জাতীয় সড়কের বড় মুরায় পথ অবরোধে বসে মঙ্গলবার।

দ্যা ফ্যাক্ট :- রাজ্যের আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলো যৌথভাবে তাদের বিভিন্ন দাবিকে সামনে রেখে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলো। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছ অবরোধ। মোট ২১ দফা দাবিকে নিয়ে এই অবরোধ করা হয়েছে।
একটা সময় ছিল রাজ্যের পাহাড় এবং পাহাড় সংলগ্ন অঞ্চল গুলোতে সন্ত্রাসবাদীরা মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছিল। গোটা রাজ্যজুড়ে হয়েছিল বাঙ্গালীর নিধন যজ্ঞ। হাজার হাজার মানুষ নিজের ভিটে ছাড়া হয়েছেন। তারা এখনো নিজের জমিতে ফিরে যেতে পারেননি। তবে সময়ের সাথে সাথে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বহু সন্ত্রাসবাদী সরকারের সাথে চুক্তির ভিত্তিতে আত্মসমর্পণ করেছে। শুরু করেছে স্বাভাবিক জীবনযাপন। সেই চুক্তির বিভিন্ন শর্ত বাস্তবায়ন করার দাবিতে মঙ্গলবার থেকে আসাম আগরতলা জাতীয় সড়কের বড় মুরায় পথ অবরোধ করেছে আত্মসমর্পণকারী সন্ত্রাসবাদীরা। তাদের দাবি টিটিএএডিসি এলাকাতে ইনার লাইন পারমিট চালু করা, আত্মসমর্পণকারীদের ছেলেমেয়েদের ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশুনার খরচ সরকার গ্রহণ করা, তাদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার সহ মোট ২১ টি দাবি নিয়ে করা হয়েছে জাতীয় সড়ক অবরোধ। দাবি পূরণের লক্ষ্যে প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য অবরোধ করার ঘোষণা দেওয়া হয়েছে মঙ্গলবার।
What's Your Reaction?






