থিয়েটার ওয়ার্কশপ কাম প্রডাকশন বিষয়ক কর্মশালার সূচনা হয় খুমুলুঙে
খুমুলুঙে শিক্ষার্থীদেরফব ২৫ দিনে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান
দ্যা ফ্যাক্ট ব্যুরো:-TTAADC-র তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে খুমুলুঙে থিয়েটার ওয়ার্কশপ কাম প্রোডাকশন বিষয়ক এক কর্মশালার সূচনা করা হয় বৃহস্পতিবার। আগামী ২৫ দিন চলবে এই কর্মশালা। বৃহস্পতিবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই কর্মশালার সূচনা করেন TTAADC-র ইএম কমল কলই এবং সোহেল দেববর্মা।
রাজ্যের এডিসি এলাকার ছেলেমেয়েদের থিয়েটার এবং প্রোডাকশন বিষয়ে উপযুক্ত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে দক্ষ শিল্পী হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করেছে দপ্তর। আগামী ২৫ দিন ছেলে মেয়েদের এই বিষয়গুলো সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। যাতে ২৫ দিন পর যারা-ই প্রশিক্ষণ নিয়ে বেরোবে তাদের কাছে এই বিষয় বস্তু গুলো যেন পরিষ্কার থাকে তার জন্যই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করে আগামী ২৫ দিন প্রত্যেকে মনোযোগ দিয়ে এবং নিষ্ঠার সাথে প্রশিক্ষণ গ্রহণ করার আহ্বান জানান দুই প্রতিনিধি।
What's Your Reaction?