ত্রিপুরায় NEC বৈঠকে যোগ দিতে রাজ্যে আসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
আগামীকাল প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে এনইসি বৈঠক। ইতিমধ্যেই ত্রিপুরায় এসে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মনিপুরে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা।
দ্যা ফ্যাক্ট :- ত্রিপুরায় অনুষ্ঠিত হতে যাওয়া উত্তর পূর্ব পরিষদ এনইসি(NEC) বৈঠকে যোগ দিতে রাজ্যে পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্র মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং মুখ্য সচিবরা ইতিমধ্যেই চলে এসেছেন ত্রিপুরায়। আগামীকাল প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে উত্তর-পূর্ব পরিষদের এনিসির বৈঠক।
আগামীকাল আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর-পূর্ব পরিষদ এনইসির বৈঠক। ৭২ তম এই বৈঠকে সভাপতিত্ব করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর পূর্বাঞ্চলের ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, মুখ্য সচিব সহ কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন এই বৈঠকে।
এই বৈঠকে কেন্দ্র করে ইতিমধ্যেই আগরতলা শহরকে নিরাপত্তা চাদরের মুড়ে ফেলা হয়েছে। খুদ রাজ্য পুলিশের মহা নির্দেশক তদারকি করছেন নিরাপত্তা ব্যবস্থা।
শুক্রবার সন্ধ্যায় এমবিবি বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উনার সাথে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ কর্তি সিং দেববর্মা, রাজ্য পুলিশে মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা।
ত্রিপুরা এসে এইদিন এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিন্ধিয়া বলেন আগামী কালের এই বৈঠকে দেশের প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরহিত্তে যে সিদ্ধান্ত গৃহীত হবে তার মাধ্যমে আগামী এক বছর গোটা উত্তর পূর্বাঞ্চলের ব্যপক উন্নয়ন সাধন সম্ভব হবে।
What's Your Reaction?