ত্রিপুরায় দুর্গাপূজায় সমস্ত আধিকারিকদের ছুটি বাতিল, ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী
তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা কার্নিভাল অনুষ্ঠিত হবে ৪ তারিখ। এই উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি বৈঠক। মুক্তধারা অডিটোরিয়ামে এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা।
দ্যা ফ্যাক্ট :- দুর্গাপূজার সময় ত্রিপুরার সরকারি আধিকারিকদের ছুটি বাতিলের ঘোষণা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত মায়ের গমন কর্মসূচির প্রস্তুতি বৈঠকে একথা বললেন তিনি।
ত্রিপুরায় তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত মায়ের গমন শীর্ষক কার্নিভাল অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর। এই বিষয়ে মুক্তধারা অডিটরিয়ামে হয় প্রস্তুতি বৈঠক। এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা আহ্বান করেন আগরতলা শহরের বেশিরভাগ ক্লাব এবং পুজো উদ্যোগতারা অংশ নেওয়ার জন্য। পাশাপাশি শব্দ দূষণের প্রতী নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন শ্রী সাহা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন গতবছর কতিপয় মহিলাদের দ্বারা অশ্লীল কার্যকলাপের ঘটনা সামনে এসেছিল আগরতলা। এ বছর আগে থেকেই মহিলা পুলিশকে কাজে লাগিয়ে এই ধরনের ঘটনা যাতে না ঘটতে পারে তার পরামর্শ দিয়েছেন পুলিশ প্রশাসনকে। অন্যদিকে চাঁদার জুলুমবাজি নিয়ে কঠোর মনোভাব প্রকাশ করেছেন তিনি। ইতিমধ্যেই তেলিয়ামুড়া এলাকায় চাঁদার জুলুমবাজ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই বছর পুজোর দিনগুলোতে সরকারি আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে বলে ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই পূজার দিন গুলোতেও আধিকারিকদের কর্মব্যস্ততা থাকছে এই বছর।
এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা, সহ প্রায় সব কটি দপ্তরের আধিকারিকরা।
What's Your Reaction?






