জিতেন্দ্রর খোঁচা মথাকে, বিপ্লবের নিশানায় মানিক

মাথা BJP-কে ভোট দেওয়া নিয়ে উপহাস জিতেন্দ্র চৌধুরীর।প্রক্ষান্তরে কংগ্রেসকে ভোট দেওয়া নিয়ে মানিকে টার্গেট করল বিপ্লব।

Mar 31, 2024 - 03:12
 0  38
জিতেন্দ্রর খোঁচা মথাকে, বিপ্লবের নিশানায় মানিক

দ্যা ফ্যাক্ট:-করবুকে পূর্ব আসনে সিপিআই(এম) প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে ভোট প্রচারে গিয়ে তিপ্রা মথার সমর্থকরা বিজেপিতে ভোট দেওয়াকে কেন্দ্র করে কটাক্ষ করলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বললেন তিপ্রামথা দলের সিম্বল হচ্ছে আনারস। অথচ এই নির্বাচনে তারা ভোট দেবে পদ্মফুল চিহ্নে। এই বিষয়টিকে কেন্দ্র করে উপহাস করলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

অন্যদিকে পশ্চিম আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কংগ্রেস চিহ্নে কিভাবে ভোট দেবেন সেই বিষয়টিকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন। বিপ্লব কুমার দেব বলেন যে মানিক সরকার রাজ্যের ৪ বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, পলিট ব্যুরোর সদস্য তিনি এই শেষকালে এসে হাত চিহ্নে কিভাবে ভোট দেবেন? পাশাপাশি তিনি এও দাবি করেন মানিক সরকার ভোট দেবেন কিনা, যদি দেন কোন দলকে দেবেন তাও প্রকাশ্যে এসে ঘোষণা দেয়ার জন্য। বলা যায় দুই দলের মধ্যেই এখন প্রতিক চিহ্ন নিয়ে বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। তবে যারা দীর্ঘদিনের পুর খাওয়া কমিউনিস্ট উনারা অন্য দলকে ভোট দেবে কিনা তানিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যেই সন্দেহ রয়ে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow