ঘুরে দাঁড়ানোর চেষ্টা IPFT-র,কাঞ্চনপুর ৪১০ জন ভোটার যোগ দিলেন দলে, ক্ষয়িষ্ণু মথা
কাঞ্চনপুরে জমি মজবুত করল IPFT
দ্যা ফ্যাক্ট ব্যুরো:-২০২৩ বিধানসভা নির্বাচনে আইপিএফটি দলের তুমুল পরাজয়ের পর পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আইপিএফটি। কাঞ্চনপুরে একটি যোগদান সভার মধ্য দিয়ে ১৭০ পরিবারের ৪১০ জন ভোটার আইপিএফটি দলে যোগদান করেন। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উপস্থিত থেকে নবাগতদের বরণ করে নেন এদিন।
IWFT-র ডাকে কাঞ্চনপুর ডিভিশন কমিটির উদ্যোগে একদিনের কনফারেন্স এবং যোগদান সভা অনুষ্ঠিত হয় স্থানীয় দশদা বাজারের কমিউনিটি হলে। এই সভাতে বিভিন্ন দল থেকে অনেকেই আইপিএফটি দলে যোগদান করেন। এদিনের এই সভাতে মন্ত্রী শ্রী নোয়াতিয়া দলীয় কর্মীদের উদ্দেশ্যে পরামর্শ দেন যে এলাকাতে পুনরায় নিজেদের পুরনো জমি ফিরে পেতে সকলে মিলে মাঠে ঝাঁপিয়ে পরতে। বলা যায় আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আইপিএফটি দল পুনরায় নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাইছে। আইপিএফটির বেশিরভাগ সমর্থক তিপ্রা মথায় যোগদান করেছিল আর তার ফলাফল আজ সকলের সামনে। বিজেপির শরিক দল হিসেবে নিজেদের হারানো শক্তি ফিরিয়ে আনতে আইপিএফটি জোড় তৎপরতা শুরু করেছে।
What's Your Reaction?