কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে শিশু উৎসব ২০২৬ -র সমাপ্তি
বিগত তিনদিন যাবত মোহনপুরের তুলা বাগান চৌমুহনীতে কাঠিয়া বাবা মিশন স্কুলে অনুষ্ঠিত হয়েছে শিশু উৎসব ২০২৬। সোমবার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে এই উৎসবের। এতে উপস্থিত ছিলেন রাজের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী।
দ্যা ফ্যাক্ট :- কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটি এবং তুলাবাগানের কাঠিয়া বাবা মিশন স্কুলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শিশু উৎসব ২০২৬। ৩ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি হয়েছে সোমবার। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে সমাপ্তি এই উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের সূচনা হয়।
কাঠি বাবা স্কুলের শিক্ষার্থীরা বিগত তিনদিন যাবত এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে। বসে আঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এদিন অনুষ্ঠান মঞ্চে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে। প্রদীপ প্রজ্বলন করে সমাপ্তি অনুষ্ঠানের সূচনা করলেন মন্ত্রী। মন্ত্রী বলেন প্রত্যেক ছেলে মেয়ের মধ্যে সমান প্রতিভা রয়েছে। এই প্রতিভা গুলোকে বিকশিত করার কাজ করছেন শিক্ষক-শিক্ষিকারা। তিনি বলেন শিক্ষার্থীরা এই সময়টাতে নিজেদের ভবিষ্যত গড়ার দিকে মনোযোগ দিতে হবে। পাশাপাশি নেশা থেকে নিজেদের দূরে রাখার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি এই দিন বিভিন্ন ক্ষেত্রে এই দিন বিভিন্ন ক্ষেত্রে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেছেন মন্ত্রী।
What's Your Reaction?