কলকাতায় উত্তর পূর্বাঞ্চলীয় শক্তি কমিটির বৈঠকে রাজ্যের প্রতিনিধিত্ব করেন বিদ্যুৎ মন্ত্রী

রাজ্যে অভূতপূর্ব উন্নতি হতে যাচ্ছে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে

Dec 10, 2023 - 04:37
Dec 10, 2023 - 17:19
 0  25
কলকাতায় উত্তর পূর্বাঞ্চলীয় শক্তি কমিটির বৈঠকে রাজ্যের প্রতিনিধিত্ব করেন বিদ্যুৎ মন্ত্রী
কলকাতায় উত্তর পূর্বাঞ্চলীয় শক্তি কমিটির সভায় সম্বোধন করছেন মন্ত্রী রতন লাল। ছবি:- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট:-২৫ তম উত্তর পূর্বাঞ্চলীয় শক্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় কলকাতায়। শনিবার অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রতন লাল নাথ। এনটিপিসির তত্ত্বাবধানে আয়োজিত এই সভায় সমগ্র উত্তর পূর্ব ভারতের বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। যাতে রাজ্যের বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা এবং উন্নয়ন নিয়ে বক্তব্য পেশ করেন মন্ত্রী রতন লাল নাথ।
                         এই বৈঠকে রাজ্যের বিদ্যুৎ পরিষেবার বিষয়ে বেশ কিছু  সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এদিনের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সূর্যমনিনগরে ৪০০ কেভি সাব স্টেশনের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। যাতে করে পালাটানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সরাসরি ৪০০ কেভি পরিবাহী লাইনের মাধ্যমে সংযোগ স্থাপিত হবে । ফলে বিদ্যুৎ পরিবাহী ক্ষেত্রে নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতার আরো উন্নতি হবে বলে জানা গেছে।                      

এদিকে ১৩২ কেভি ডাবল সার্কিট মনারচক থেকে সূর্যমনিনগর পর্যন্ত লাইনের কাজ দ্রুত সম্পন্ন করা। যাতে মনারচক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি ডাবল সার্কিট লাইনের মাধ্যমে সূর্যমনিনগর সাব- স্টেশনে আসে। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী লাইনে সার্জ এরেস্টার স্থাপন করতে হবে।যাতে করে ঝড় বৃষ্টির সময়ে বজ্রপাতের কারণে পরিবাহী লাইনের কোন ক্ষতি না হয় এবং বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক থাকে।
রাজ্যের বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থাপনায় উচ্চ ক্ষমতা যুক্ত মোবাইল সাব-স্টেশনের অন্তর্ভুক্তিকরণ, যা বর্তমান কোনো সাব-স্টেশনে সমস্যা দেখা দিলে বিদ্যুৎ ব্যবস্থাকে জরুরী ভিত্তিক পুনরুদ্ধারে সাহায্য করবে। বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থাপনায় মোবাইল টাওয়ারের (Emergency Restoration System) সংযুক্তিকরন, যাহা কোন ক্ষতিগ্রস্ত পরিবাহী টাওয়ারের জরুরী ভিত্তিক প্রতিস্থাপনে সাহায্য করবে। উচ্চ ক্ষমতার পরিবাহী চালু লাইনের মেনটেনেন্স করার জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রাদির ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়, যাতে করে বিদ্যুৎ পরিবহন চালু রেখেই পরিবাহী লাইনে কাজ করা যাবে, ফলে গ্রাহক পরিষেবা বিঘ্নিত হবে না। ড্রোন দ্বারা উচ্চ ক্ষমতাযুক্ত পরিবাহী লাইনের পর্যবেক্ষণ। কুমারঘাট স্থিত পূর্ব কাঞ্চনবাড়িতে আরও একটি স্টেট লোড ডেসপ্যাচ সেন্টার (এসএল ডিসি) স্থাপন করা হবে যা আগরতলাস্থিত এসএলডিসির ব্যাকআপ হিসেবে কাজ করবে।সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সূর্যমনিনগরে ৪০০ কেভি সাব স্টেশনের কাজ দ্রুত রূপায়ণ করা হবে এই বৈঠকে আলোচনা উঠে এসেছে।যাতে করে পালাটানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সরাসরি ৪০০ কেভি পরিবাহী লাইনের মাধ্যমে সংযোগ স্থাপিত হবে । ফলে বিদ্যুৎ পরিবাহী ক্ষেত্রে নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতার উন্নতি হবে।১৩২ কেভি ডাবল সার্কিট মনারচক থেকে সূর্যমনিনগর পর্যন্ত লাইনের কাজ দ্রুত সম্পন্ন করা । যাতে মনারচক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি ডাবল সার্কিট লাইনের মাধ্যমে সূর্যমনিনগর সাব- স্টেশনে আসে। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী লাইনে সার্জ এরেস্টার স্থাপন করতে হবে, যাতে করে ঝড় বৃষ্টির সময়ে বজ্রপাতের কারণে পরিবাহী লাইনের কোন ক্ষতি না হয় এবং বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক থাকে।
রাজ্যের বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থাপনায় উচ্চ ক্ষমতা যুক্ত মোবাইল সাব-স্টেশনের অন্তর্ভুক্তিকরণ, যা বর্তমান কোনো সাব-স্টেশনে সমস্যা দেখা দিলে বিদ্যুৎ ব্যবস্থাকে জরুরী ভিত্তিক পুনরুদ্ধারে সাহায্য করবে। বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থাপনায় মোবাইল টাওয়ারের (Emergency Restoration System) সংযুক্তিকরন, যাহা কোন ক্ষতিগ্রস্ত পরিবাহী টাওয়ারের জরুরী ভিত্তিক প্রতিস্থাপনে সাহায্য করবে। উচ্চ ক্ষমতার পরিবাহী চালু লাইনের মেনটেনেন্স করার জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রাদির ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয় এই সভাতে। যাতে করে বিদ্যুৎ পরিবহন চালু রেখেই পরিবাহী লাইনে কাজ করা যাবে, ফলে গ্রাহক পরিষেবা বিঘ্নিত হবে না। ড্রোন দ্বারা উচ্চ ক্ষমতাযুক্ত পরিবাহী লাইনের পর্যবেক্ষণ। কুমারঘাট স্থিত পূর্ব কাঞ্চনবাড়িতে আরও একটি স্টেট লোড ডেসপ্যাচ সেন্টার (এসএল ডিসি) স্থাপন করা হবে যা আগরতলাস্থিত এসএলডিসির ব্যাকআপ হিসেবে কাজ করবে। সবমিলিয়ে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা প্রদানের ক্ষেত্রে এক আমল পরিবর্তন হতে চলেছে তা সহজেই ধারণা করা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow