কর্তার Master of Time- বইয়ের প্রি লঞ্চিং সম্পন্ন
জিষ্ণু দেববর্মার লেখা মাস্টার অফ টাইম নামক বইয়ের প্রি লঞ্চিং হয়েছে রবিবার। রাজ্যের সাংবাদিক, লেখক দের হাত ধরে সামনে এলো এই বই।
দ্যা ফ্যাক্ট :- ত্রিপুরার রাজ পরিবারের সদস্য তথা তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মার লেখা বই "মাস্টার অফ টাইম"-র প্রি লঞ্চিং হয়েছে রবিবার। আগরতলায় উজির বাড়ি ধবল কৃষ্ণ দেববর্মণের বাসভবনে এই প্রি লঞ্চিং সম্পন্ন হয়েছে। লেখক জিষ্ণু দেববর্মা এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তিনি অনুপস্থিত বলে জানা গেছে।
ত্রিপুরার প্রাক্তন ডেপুটি সিএম বর্তমানে তেলেঙ্গানা রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ত্রিপুরার রাজ পরিবারের সদস্য। উনার লেখা দ্বিতীয় বই হিসেবে আত্মপ্রকাশ হল "মাস্টার অফ টাইম"। এই বইটিতে ত্রিপুরার রাজ পরিবারের অন্দরের বিভিন্ন তথ্য সমৃদ্ধ ঘটনাবলী রয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক সিতাংশু রঞ্জন দে। এই প্রি লনঞ্চিং অনুষ্ঠানে শ্রী দে আরো জানান, রাজ পরিবারের পাশাপাশি রাজন্য আমলের বিভিন্ন তথ্য এই বইয়ের লেখা রয়েছে। যে তথ্যগুলো জিষ্ণু দেববর্মা এই বইয়ের মাধ্যমে প্রকাশ্যে না আনলে হয়তো কোনদিন কারো জানাই হতো না বলে দাবি করলেন তিনি। এই বইয়ে ত্রিপুরা এবং রাজন্য আমলের বহু তথ্য এবং ইতিহাস রয়েছে বলে জানা গেছে। এদিনের প্রি লঞ্চিং অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মানস পাল, ইতিহাস গবেষক অরুণ দেববর্মা, ধবলকৃষ্ণ দেববর্মণ এবং প্রকাশক প্রনব রায়।
What's Your Reaction?