মূল্যবৃদ্ধি,বেকার সমস্যার সমাধানে ব্যর্থ সরকার, জনশিক্ষা দিবসে অভিযোগ মানিককের

৮০ তম জনশিক্ষা দিবস পালন করা হলো শুক্রবার। এই দিন আগরতলা টাউন হলে পালন করা হয়েছে জন শিক্ষা দিবস। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা।

Dec 27, 2024 - 23:59
 0  9
মূল্যবৃদ্ধি,বেকার সমস্যার সমাধানে ব্যর্থ সরকার, জনশিক্ষা দিবসে অভিযোগ মানিককের
আগরতলার টাউন হলে গণমুক্তি পরিষদের উদ্যোগে পালন করা হলো জনশিক্ষা দিবস।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বেকার সমস্যার সমাধানে ব্যর্থ সরকার। শুক্রবার ত্রিপুরায় ৮০ তম জনশিক্ষা দিবস পালনে মন্ত্রী এই অভিযোগ আনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিপিআই(এম) এবং গণমুক্তি পরিষদের উদ্যোগে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ৮০ তম জন শিক্ষা দিবস উদযাপন করা হয়েছে। সাংগঠনিক ভাবে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আগরতলার টাউন হলে।

ত্রিপুরা রাজ্যে প্রায় ৮০ বছর আগে শুরু হয়েছিল জনশিক্ষা আন্দোলন। শুক্রবার এই জনশিক্ষা আন্দোলনের ইতিহাস ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে উদযাপন কর্মসূচিতে। এদিন টাউন হলে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেন বর্তমান সরকার মাত্রাতিরিক্ত দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারদের কাজের ব্যবস্থা করার ক্ষেত্রে একেবারেই ব্যর্থ হচ্ছে। তিনি অভিযোগ করেন বহিরাজ্যের যুবকরা রাজ্যে এসে টাকার বিনিময়ে বহু সরকারি চাকরি হাতিয়ে নিচ্ছে। যা সরকারের দুর্বলতা বলে অভিহিত করেছেন তিনি। 

অন্যদিকে টিটিএএডিসির প্রাক্তন সিইএম রাধাচারণ দেববর্মা অভিযোগ করেন ত্রিপুরার রাজারা জনজাতি হলেও নিয়মিত প্রজাদের শোষণ করেছেন। করেছেন প্রতারণা। বর্তমানে প্রদ্যুৎ বিক্রমণিক দেববর্মা মানুষের সাথে, জনজাতিদের সাথে একইভাবে প্রতারণা করছেন বলে অভিযোগ করেন। এই দিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নরেশ জমাতিয়া, প্রাক্তন মন্ত্রী অঘুর দেববর্মা, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ দলের অন্যান্য নেতৃত্বরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow