এক‌ পেড় মাকে নাম এবং গৃহপ্রবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বামুটিয়া ব্লকে

প্রধানমন্ত্রী আহ্বানে এক পেড় মাকে নাম ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় নবনির্মিত ঘরের গৃহ প্রবেশ কর্মসূচি বাস্তবায়ন হলো বামুটিয়া ব্লকে।

Sep 17, 2024 - 23:20
 0  36
এক‌ পেড় মাকে নাম এবং গৃহপ্রবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বামুটিয়া ব্লকে
বামুটিয়া ব্লকে এক পেড় মাকে নাম এবং গৃহপ্রবেশ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- এক পেড় মা কি নাম এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় নবনির্মিত ঘরের গৃহপ্রবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বামুটিয়া ব্লক প্রাঙ্গণে। মঙ্গলবার দুপুরে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। এদিন বৃক্ষরোপণের পাশাপাশি নবনির্মিত ঘরের উদ্বোধন করেন জনপ্রতিনিধি এবং আধিকারিকরা।

দেশের প্রধানমন্ত্রীর আহ্বানে ‘এক পেড মা কি নাম’ এই কর্মসূচির অঙ্গ হিসেবে ব্লক প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে। এদিন বিভিন্ন ফলের গাছ রোপণ করা হয়েছে। পাশাপাশি যেসব সুবিধাভোগী প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন ঘর পেয়েছেন, তাঁদের আনুষ্ঠানিকভাবে গৃহপ্রবেশ করানো হয়েছে। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক সূচনা করেন জেলা সভাধিপতি বলাই গোস্বামী। উদ্বোধকের ভাষণে তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের যে আহ্বান জানিয়েছেন, তাতে প্রত্যেকের এগিয়ে আসা উচিত। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অন্যদিকে, গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব সন্দীপ রাঠোর বলেন, যেসব ঘরপ্রাপকরা এখনো ঘর নির্মাণ করেননি, তাঁদের অতিসত্বর ঘর নির্মাণ করতে হবে। না হলে নতুন ঘর দিল্লি থেকে বরাদ্দ করানো সম্ভব হবে না। পাশাপাশি জনপ্রতিনিধি এবং আধিকারিকদের প্রতি তিনি আহ্বান জানান, যাঁদের ঘরের প্রয়োজন রয়েছে, তাঁদের নামের তালিকা সঠিকভাবে তৈরি করে প্রত্যেককে ঘর পাওয়ার সুযোগ করে দেওয়ার। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, বামুটিয়া আরডি ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow