উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীদের জয়ী করতে হবে,সিমনায় বললেন রতন

সিমনা বিধানসভার ত্রিস্তরিয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কুনারঘাটে বিজেপির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

Jul 28, 2024 - 04:57
 0  11
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীদের জয়ী করতে হবে,সিমনায় বললেন রতন
ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কুনারঘাটে বিজেপির সভায় বক্তব্য রাখছেন মন্ত্রী রতন লাল নাথ।

দ্যা ফ্যাক্ট : "বিগত দিনে সরকার যে উন্নয়ন করেছে তার ধারাবাহিকতা জারি রাখতে হবে। এই উন্নয়নমূলক কাজ জারি রাখতে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুলসংখ্যক ভোটে জয়যুক্ত করাতে হবে"। শনিবার সিমনা বিধানসভার কুনারঘাট এলাকায় এই ভাবেই ভোট চাইলেন মন্ত্রী রতন লাল নাথ।

                 এক নং সিমনা বিধানসভা থেকে যে সমস্ত বিজেপি মনোনীত প্রার্থীরা ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের বিপুল ভোটে জয়ী করানোর আহ্বান করলেন মন্ত্রী। এদিনের এই সভাতে এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মন্ত্রী দাবি করেন বিজেপির মূল উদ্দেশ্য রাজনীতি করা নয়। মানুষের উন্নয়ন করাই হচ্ছে মূল উদ্দেশ্য। বিগত দিনে গোটা এলাকাতে যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রদান, পানীয় জলের বন্দোবস্ত, স্ট্রীট লাইট স্থাপন, রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে কৃষকদের উন্নয়নে যে অভূতপূর্ব কাজ করা হয়েছে তার নিরিখে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করানোর জন্য আহ্বান করেছেন মন্ত্রী। এই সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির জনজাতি মোর্চার সহ-সভাপতি মঙ্গল দেববর্মা, মন্ডল সভাপতি যোগেন্দ্র দেববর্মা,জেলা পরিষদ প্রার্থী জয় লাল দাস সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow