উদ্বোধন হলো নবনির্মিত চাঁনপুর তহশীল কাছারির পাকা ভবনের
মোহনপুর মহকুমার অন্তর্গত চানপুর তহশীল কাছারির নতুন পাকা ভবনের শুভ উদ্বোধন হয়ে গেল শুক্রবার। মন্ত্রী বৃষ কেতু দেববর্মার হাত ধরে উদ্বোধন হয়েছে পাকা বাড়ির।

দ্যা ফ্যাক্ট :- সিমনা বিধানসভার অন্তর্গত এসরাই বাজার এলাকায় উদ্বোধন হলো নবনির্মিত চাঁনপুর তহশীল কাছারির। শুক্রবার মন্ত্রী বৃষ কেতু দেববর্মা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন নব নির্মিত এই পাকা ভবনের।
চানপুর তহশীল কাছারিটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে আধুনিক পরিষেবাকে সামনে রেখে। এলাকার বিধায়ক প্রধানমন্ত্রী বৃৃষকেতু দেববর্মা বলেন এটি এলাকার সম্পদ। এই অফিসটি কে প্রত্যেকের রক্ষা করার দায়িত্ব নিতে হবে। কোন ধরনের ক্ষয়ক্ষতি যাতে এই অফিসের না হয় সেটিও সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি মন্ত্রী বলেন এই তহশীল কাছারিতে নিয়মিত আধিকারিকরা থাকার ব্যবস্থা করতে হবে। যাতে দূর দূরান্ত থেকে এসে সাধারণ মানুষ তাদের সঠিক পরিষেবা গ্রহণ করতে পারে। এদিনের এই অনুষ্ঠানে স্থানীয়দের শিবিরের মাধ্যমে পিআরটিসি প্রদান করা হয়েছে। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুরের মহকুমা শাসক সুভাষ দত্ত, ডিসিএম তাপস দাস,হেজামারা বিইসি চেয়ারম্যান সুনীল দেববর্মা সহ অন্যান্যরা।
What's Your Reaction?






