আজ রাজ্যে প্রথম কিডনি প্রতিস্থাপন GBP হাসপাতালে

ত্রিপুরার কিডনি রোগীদের আশার আলো দেখালো জিবিপি হাসপাতালে নেফ্রোলজি বিভাগ।

Jul 8, 2024 - 12:47
Jul 8, 2024 - 12:50
 0  43
আজ রাজ্যে প্রথম কিডনি প্রতিস্থাপন GBP হাসপাতালে
আজ ঐতিহাসিক কিডনি প্রতিস্থাপন, রবিবার রাতে চিকিৎসকদের সাথে মত বিনিময় মুখ্যমন্ত্রী।

দ্যা ফ্যাক্ট :-ত্রিপুরায় কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে শত শত মানুষের মৃত্যু যন্ত্রণার অবসানে এক আশার আলো দেখবে ত্রিপুরা। সোমবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে এই প্রথম কিডনি প্রতিস্থাপন হতে যাচ্ছে জিবিপি হাসপাতালে। নেফ্রলজি বিভাগ শুরু করার মধ্য দিয়ে এই কিডনি প্রতিস্থাপন হবে আজ। এই জটিল ও ঐতিহাসিক সার্জারি শেষে চিকিৎসকেরা কখন সুখবর প্রকাশে আনে এটাই এখন অপেক্ষা।

                      কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে যে সমস্ত রোগীদের ডায়ালিসিস নিতে হয় সেটা কতটা কষ্টদায়ক তা একমাত্র রোগী এবং পরিবারের সদস্যরাই অনুভব করে থাকেন। কারণ কিডনি জনিত রোগের স্থায়ী সমাধান ডায়ালিসিস নয়। কিডনি প্রতিস্থাপন একমাত্র স্থায়ী সমাধান। কিন্তু বহিঃ রাজ্যে গিয়ে মোটা অংকের টাকা ব্যয় করে আইনের জটিলতা অতিক্রম করে রাজ্যের সমস্ত কিডনি রোগীদের পক্ষে এই কিডনি প্রতিস্থাপন করা প্রায় অসম্ভব ছিল। অবশেষে বাধ্য হয়ে রাজ্যে ডায়ালিসিস পরিষেবাতেই সন্তুষ্ট থাকতে হতো রাজ্যের কিডনি রোগীদের। বর্তমানে ত্রিপুরাতে প্রতিদিন হাজারো রোগির ডায়ালিসিস হচ্ছে সরকারি বেসরকারি হাসপাতাল গুলোতে। তাদের মধ্যে অনেকেই কিডনি প্রতিস্থাপন করার চেষ্টা করেও পরিস্থিতির কারণে পেছনে ফিরে আসতে বাধ্য হয়েছেন। ত্রিপুরাতে জিবিপি হাসপাতাল নেফ্রোলজি বিভাগ শুরু করার পাশাপাশি সোমবার প্রথমবারের মতো হতে যাচ্ছে কিডনি প্রতিস্থাপনের সার্জারি।এটি রাজ্যের কয়েক হাজার কিডনি রোগীদের কাছে এক আশার আলো। পুনরায় জীবন ফিরে পাবার অপেক্ষায় মৃত্যুগামী কিডনি জনিত রোগে আক্রান্ত মানুষেরা। বেলা বাড়ার সাথে সাথে শুধু প্রথম কিডনি প্রতিস্থাপনের সার্থকতার শুভ সংবাদ প্রকাশ্যে আসার অপেক্ষায় কিডনি রোগে আক্রান্ত মানুষগুলো পাশাপাশি পরিবারের সদস্য সদস্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow