NLFT-র(বিশ্ব মোহন)সুপ্রিমো শচীন দেববর্মা জেল হাজতে, নিরহ লাশের বিচার চাইছে স্বজন হারারা
হাজার হাজার মানুষের খুনের অভিযুক্ত অবশেষে পুলিশের জালে
দ্যা ফ্যাক্ট:-রাজ্যের দুই কট্টর জঙ্গী নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। অভিযুক্তরা হলো শচীন দেববর্মা এবং উৎপল দেববর্মা। শচীন দেববর্মা এনএলএফটির (বিশ্ব মোহন গোষ্ঠী) সর্বশেষ সুপ্রিমো ছিল। অন্যদিকে উৎপল দেববর্মা দীর্ঘদিন যাবত জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ছিল। শচীন দেব বর্মাকে সিধাই থানার একটি মামলায় আদালতে তোলা হয়েছে শুক্রবার। আদালত শচীন দেববর্মাকে আগামী ২০ তারিখ পর্যন্ত জেল হাজতে পাঠায়। অন্যদিকে উৎপল দেববর্মাকে অন্য থানার মামলায় পাঠিয়ে দেওয়া হয়েছে খোয়াই।
সিধাই থানা এলাকার নিবাসী সচিন দেববর্মা দীর্ঘ বছর যাবত সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে সরাসরি জড়িত। ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসবাদী কার্যকলাপ সংগঠিত করে বাংলাদেশে আত্মগোপন করে থাকে এই জঙ্গি নেতা। যতদূর খবর পাওয়া গেছে বাংলাদেশে বিভিন্ন মামলায় জেল খাটার পর ত্রিপুরাতে প্রবেশ করে। সিমনা বিধানসভার দাইগ্য বাড়ী এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। ২ জঙ্গি নেতাকে আগরতলার পুলিশ সদর কার্যালয়ে রাতেই জিজ্ঞাসাবাদ করে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। জানা গেছে ২০০১ সালে দাইগ্য বাড়ি এলাকায় খুন এবং অপহরণ কাণ্ডে প্রধান অভিযুক্ত সচিন দেববর্মাকে অভিযুক্ত করে শুক্রবার আদালতে তোলা হয়েছে। উল্লেখ্য এই মামলাতে অন্যতম অভিযুক্ত ছিলেন এটিটিএফ সুপ্রিমো বর্তমানে বিধায়ক রঞ্জিত দেববর্মা। রঞ্জিত ইতিমধ্যেই এই মামলায় বেকসুর খালাস পেয়েছে। কিন্তু শচীন দেববর্মা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে আত্মগোপন করে থাকায় তাঁকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বর্তমানে তার বিরুদ্ধে গুরুতর অপরাধের ১৬ টি মামলা রয়েছে পুলিশের কাছে। এর মধ্যে বেশিরভাগ মামলাই সিধাই থানাতে। পুলিশ চাইছে এই তাবড় জঙ্গি নেতাকে আইনের মাধ্যমে তার কর্মের ফল প্রদান করতে।
What's Your Reaction?