আগরতলা রেল স্টেশনে গ্রেফতার অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক

আগরতলা রেলস্টেশন থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশী এক নাগরিককে গ্রেফতার করল পুলিশ। পাশাপাশি দুই ভারতীয় সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি এবং ভারতীয় ও বাংলাদেশী অর্থ।

May 3, 2025 - 23:57
May 4, 2025 - 00:16
 0  16
আগরতলা রেল স্টেশনে গ্রেফতার অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক
আগরতলা রেল স্টেশনে বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ১ অনুপ্রবেশকারীনি এবং ২ ভারতীয় সহযোগীকে গ্রেফতার।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- প্রতিদিন বাংলাদেশ (Bangladesh)থেকে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে ভারতে। তা থেকে এটা স্পষ্ট এই অনুপ্রবেশ জারি রাখার জন্যই সীমান্তে কাঁটাতারের বিরোধিতা করছে বাংলাদেশ। আগরতলা রেলস্টেশনে আবারো গ্রেফতার অবৈধ অনুপ্রবেশকারী এক বাংলাদেশী। পাশাপাশি দুজন ভারতীয় মানব পাচারকারীকেও (HumanTrafficking) গ্রেফতার করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি ও নগদ অর্থ।

শুধুমাত্র আগরতলা রেলস্টেশনে প্রায় প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশীরা। গোপন খবর ভিত্তিতে নিরাপত্তাকর্মীরা এক মহিলাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এই বাংলাদেশি নাগরিকের বাড়ি শরীয়তপুর জেলার বাংলাদেশে। উনাকে সহযোগিতা করার দায়ে গ্রেফতার করা হয়েছে কৃষ্ণ দেবনাথ এবং টুটুন দে নামে দুজনকে। আগরতলা জিয়ার থানার ওসি তাপস দাস জানান পূর্ব থেকে উনাদের কাছে খবর ছিল বাংলাদেশী নাগরিক আগরতলা রেল স্টেশন ব্যবহার করে ভারতের অন্যত্র পাড়ি দেবে। সেই খবরে ভিত্তিতেই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে বাংলাদেশী ও ভারতীয় অর্থ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে পরিবহনের দায়ে বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি। প্রতিদিন ভারতে যেভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে তা রোধ করার জন্য সীমান্তে সরকারকে আরো কঠোর এবং সদর্থক ভূমিকা গ্রহণের দাবি উঠছে সচেতন মহল থেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow