আগরতলায় অনুষ্ঠিত হলো সাড়া জাগানো কার্নিভাল
ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হলো কার্নিভাল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন কার্নিকালের।

দ্যা ফ্যাক্ট :- আগরতলায় আনুষ্ঠানিকভাবে সূচনা হলো "মায়ের গমন" শীর্ষক কার্নিভাল। ত্রিপুরা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন কার্নিভালের। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কার্নিভালকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন রাজ্যের সংস্কৃতি তুলে ধরা হয়েছে এইদিন।
বিগত বছরগুলোর মত এই বছরও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো মায়ের গমন। দূর্গা পূজার পর এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন রাজ্যবাসী। প্রতিবছর মায়ের গমন কার্নিভালের বহর বৃদ্ধি হচ্ছে। রাজ্যের সংস্কৃতির পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যের সংস্কৃতি তুলে ধরা হয় এই কার্নিভালে। শনিবার আনুষ্ঠানিকভাবে কার্নিভালের সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন কার্নিভালকে আরো সমৃদ্ধ করতে চায় রাজ্য সরকার। রাজ্যের সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরা হয় এই কার্নিভালে। ক্লাবগুলো দূর্গা পূজার আয়োজনের পর কার্নিভালকে কেন্দ্র করে যে ধরনের প্রস্তুতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিবেশন করেছে তাঁকে কেন্দ্র করেও প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী।
এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা, মন্ত্রী টিংকু রায়, বিজেপির প্রদের সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।
What's Your Reaction?






