অগ্নিকাণ্ডে ছাই বটতলা বাজারের দোকানপাট, সরজমিনে পরিদর্শন মুখ্যমন্ত্রীর
রাতের আঁধারে রহস্যজনক আগুনে পুড়ল দোকান, দিশেহারার ব্যবসায়ীরা
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা :-রবিবার গভীর রাতে বটতলা বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় দোকানপাট। রাতে দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সোমবার সকালে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
আগরতলা শহরের মধ্যে অন্যতম এবং ব্যস্ততম বাজার বটতলা বাজার। অত্যন্ত ব্যস্ততম বাজারে রবিবার গভীর রাতে অগ্নি সংযোগকে কেন্দ্র করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা সম্ভব হয়নি। ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করতে মুখ্যমন্ত্রী, আগরতলা পুরনিগমের মেয়র ছুটে গেছেন বটতলা বাজার। সেখানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলার পাশাপাশি দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ব্যবসায়ীদের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধিরা। কি ভাবে এই অগ্নিসংযোগের সূত্রপাত তা তদন্তের কাজ ইতিমধ্যেইশুরু হয়েছে।
What's Your Reaction?