সিমনাতে তিন দলের যৌথ সভায় উপস্থিত বিপ্লব

সামনেই লোকসভা নির্বাচন,সিমধায় মথা,আইপিএফটি ও বিজেপির সাভা অনুষ্ঠিত।

Mar 18, 2024 - 04:02
Mar 18, 2024 - 04:03
 0  3
সিমনাতে তিন দলের যৌথ সভায় উপস্থিত বিপ্লব
সিমনা বিধানসভাতে অনুষ্ঠিত হয় শাসক দলের সভা।

দ্যা ফ্যাক্ট :-এক নং সিমনা বিধানসভা এলাকাতে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথার যৌথ উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সংগঠনিক পদে উপস্থিত ছিলেন বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রক মানিক্য, সহ অন্যান্যরা।

                 রবিবার দুপুরে পঞ্চবটিতে বিজেপির সহযোগী দুই দল মিলে নির্বাচনকে কেন্দ্র করে এক দলীয় সভাতে বিপ্লব কুমার দেবের সমর্থনে ব্যাপক জনমত গঠনে চেষ্টা করা হয়। এদিন তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা বলেন সিপিআইএম বছরের পর বছর রাজ্যের উপজাতি এবং অন্যান্যদের শুধুমাত্র শোষণ করে গেছে। গরিবকে গরিব রাখার কাজ করে গেছে। অন্যদিকে বর্তমান সরকার এমবিবি বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রয়াত মহারাজের নামে করায় প্রশংসা করেছেন তিনি। এদিন বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন সিপিআইএম এই রাজ্যের উন্নয়নে কোন ভূমিকাই রাখিনি। তারা ৩৫ বছরে ঘর দিয়েছিল ৪৮ হাজার। আর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর চার বছর আট মাসে ঘর প্রদান করা হয়েছে সাড়ে তিন লক্ষ। নিজের দলীয় কার্যালয়গুলো মজবুত করেছে বলে কটাক্ষ করেছেন বিপ্লব কুমার দেব। এর বাইরে মানুষের জন্য ভাবেনি বলে মন্তব্য করেছেন বিপ্লব। এই দিন বিপ্লব কুমার দেব প্রশংসা করে বলেন দেশের প্রধানমন্ত্রী মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করেছেন। যার প্রভাব আগামী দিনে এই রাজ্যেও পড়তে চলেছে। এজন্য এই সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী বৃষকেতু দেববর্মা, উপস্থিত ছিলেন হেজামারা ব্লক বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মা এবং অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow