চম্পকনগরে গাড়ি দুর্ঘটনায় আহত বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ দেহরক্ষীরা
বাড়ি থেকে আগরতলা আসার পথে দুর্ঘটনা কবলে পড়ে রক্তাক্ত বিধায়ক এবং দেহ রক্ষীরা।বর্তমানে চিকিৎসাধীন জিবিপি হাসপাতালে।

দ্যা ফ্যাক্ট:-পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। শনিবার তেলিয়ামুড়া থেকে আগরতলা আসার পথে চম্পকনগরে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তেলিয়ামুড়া থেকে আগরতলা আসার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে রক্তাক্ত হয়েছেন বিধায়ক সহ উনার দেহরক্ষীরা। আহত দেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল চম্পকনগর হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানান্তর করা হয়েছে জিবিপি হাসপাতালে। এদিন কল্যাণপুর কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরীর গাড়ি কিভাবে দুর্ঘটনার কবলে পড়েছে তা এখনো স্পষ্ট না।
What's Your Reaction?






