শাটডাউন নেওয়ার ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার মুখে মতাই গ্রামের বিদ্যুৎ ভুক্তারা
বিদ্যুতের ট্রান্সফরমারে নেই শাটডাউন নেওয়ার ব্যবস্থা, সমস্যার মুখে গ্রামবাসী
দ্যা ফ্যাক্ট :- বিদ্যুৎ পরিষেবা সরবরাহকারী ট্রান্সফরমারের শাটডাউন নেওয়ার হ্যান্ডেল বিকল থাকায় আতঙ্কিত বিদ্যুৎ ভুক্তারা। যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটলে এলাকাতে বিদ্যুৎ শাটডাউন নেওয়ার জন্য সমস্যায় পড়তে হবে গ্রামবাসীকে। সমস্যা নিরসনের দাবি জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। ঘটনা সিমনা বিধান সভার মতাই গ্রামে।
১ নং সিমনা বিধানসভা এলাকার অন্তর্গত মতাই এলাকা অত্যন্ত জনবহুল একটি গ্রাম। এই এলাকাতে যে বিদ্যুতের ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেই ট্রান্সফরমারের বেহাল দশাকে কেন্দ্র করে ক্ষুব্ধ গ্রামবাসী। স্থানীয়রা এই বেহাল দশা মেরামত করার জন্য স্থানীয় বিদ্যুৎ কর্মীদের কাছে অভিযোগ করেছিলেন। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কোন কাজ করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর। ফলে এলাকাতে কোন ধরনের দুর্ঘটনা ঘটলে বিদ্যুতের শাটডাউন নেয়ার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে। ট্রান্সফরমার থেকে শাটডাউন নেওয়ার হেন্ডেল ভেঙ্গে যাওয়ায় এলাকাতে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। গ্রামবাসী দাবি এই সমস্যা নিরসনে অতিসত্বর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক কর্তৃপক্ষ।
What's Your Reaction?