মোহনপুরে তারা সুন্দরী বাঁধে গড়ে উঠবে পর্যটন কেন্দ্র, জমি পরিদর্শন করলেন মন্ত্রী

মোহনপুরে পর্যটনের এক নতুন দোয়ার উন্মুক্ত করতে জমির পরিদর্শন করলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। আগামী কিছুদিনের মধ্যেই তারা সুন্দরী বাঁধ নামে একটি জলাশয়কে কাজে লাগিয়ে নতুন পর্যটনকেন্দ্র তৈরি করার কাজ শুরু হবে। বৃষ্টি কমলেই এই কাজে হাত দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

Oct 9, 2025 - 23:34
 0  9
মোহনপুরে তারা সুন্দরী বাঁধে গড়ে উঠবে পর্যটন কেন্দ্র, জমি পরিদর্শন করলেন মন্ত্রী
মোহনপুরে নতুন পর্যটন কেন্দ্র করে তুলতে জমি পরিদর্শন করলেন মন্ত্রী রতন লাল নাথ ও আধিকারিকরা। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- মোহনপুরে নতুন পর্যটন কেন্দ্র স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এস এল‌ এন এ প্রকল্পে মোহনপুরের দক্ষিণ তারানগরে পর্যটনকেন্দ্র স্থাপন করার জন্য জমি পরিদর্শন করলেন মন্ত্রী রতন লাল নাথ সহ দপ্তরের আধিকারিকরা। বিশেষ করে একটি পরিত্যক্ত জলাশয়কে কাজে লাগিয়ে এই পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ।

                 মোহনপুর বিধানসভাকে সুন্দযায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম ধাপ এগিয়ে গেল মোহনপুর। মোহনপুর বিধানসভা এলাকার চন্দ্রকোনা, মহাদেব পাড়া এবং ঢাকাইয়া পল্লী এলাকা নিয়ে একটি জলাশয় রয়েছে। স্থানীয়রা এই জলাশয় টিকে তারা সুন্দরী বাঁধ নামে চেনেন। দীর্ঘদিন যাবৎ অযত্নে ঝোপঝাড়ে পড়ে যাচ্ছে এই জলাশয়টি। এই জলাশয় এবং পার্শ্ববর্তী এলাকা কাজে লাগিয়ে নতুন পর্যটনকেন্দ্র স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। বৃহস্পতিবার মন্ত্রী রতন লাল নাথ এস এল‌ এন এ প্রকল্পের সিইও শরদিন্দু দাস, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান শংকর দেব এবং অন্যান্যদের সাথে নিয়ে জমি পরিদর্শন করলেন। বর্ষা মৌসুমের পর এখানে কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এই এলাকার জলাশয়কে সংস্কার করে পর্যটকরা যাতে আসতে পারে তার উপযুক্ত করা হবে এই এলাকাকে। যার মাধ্যমে শহর এবং বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা এই স্থানে আসবে বলে আশা ব্যক্ত করলেন মন্ত্রী রতন লাল নাথ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow