ভারতের ৬১ অশ্বারোহী রেজিমেন্ট পা রাখল ৭১-রে,ভারত ও বিদেশের রাষ্ট্রপতির বিশ্বাস অর্জন করল এই বাহিনী

ভারতীয় সোনার ৬১ অস্বারোহী রেজিমেন্টের গৌরবান্বিত অধ্যায় মুখ উজ্জ্বল করল দেশের

Jan 30, 2024 - 15:50
Jan 30, 2024 - 16:26
 0  20
ভারতের ৬১ অশ্বারোহী রেজিমেন্ট পা রাখল ৭১-রে,ভারত ও বিদেশের রাষ্ট্রপতির বিশ্বাস অর্জন করল এই বাহিনী
৬১ অস্বারোহী রেজিমেন্ট দায়িত্বের সাথে ভারত এবং ফ্রান্সের রাষ্ট্রপতিকে এসকর্ট করলো প্রজাতন্ত্র দিবসে।ছবি :- সুমন মহালনবীশ

দ্যা ফ্যাক্ট:- ভারতীয় সেনার গৌরবের ৬১ অস্বারোহী রেজিমেন্ট ৭১ বছরের পদার্পণ করল ২০২৪ সালে। যাকে বলা হয় 61st Cavalry Regiment। ভারতীয় সেনার গৌরবময় এই রেজিমেন্ট প্রতিবছরের মতো এই বছরও দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসে নিজের জৌলুস প্রদর্শন করলো। দেশ বিদেশ থেকে আগত দর্শক এবং অতিথিরা এই অস্বারোহী রেজিমেন্টের প্রদর্শন দেখে মুগ্ধ হলেন।

                  ভারতবর্ষে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করার ইতিহাস প্রায় ১৫০ বছরের পুরানো। যদিও মানুষ এবং ঘোড়ার মধ্যে সম্পর্কের ইতিহাস প্রায় ৫০০ বছরের। পন্ডিত জহরলাল নেহেরু বলেছিলেন "৬১ কেভালরি রেজিমেন্ট একটি পুল।যা বর্তমান এবং অতীতকে যুক্ত করে রেখেছে"। প্রথম বিশ্বযুদ্ধের সময় যোধপুরের মহারাজা প্রতাপ সিং ঘোষণা করে ছিলেন উনার ঘোড়ায় চড়ে যুদ্ধ করার বাহিনী যোধপুর লেন্সেস বিশ্বযুদ্ধে ব্রিটিশের হয়ে লড়াই করবে। সেই মোতাবেক বিশ্বযুদ্ধে ভারতের মাটি থেকে এই বাহিনী যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। পরবর্তী সময়ে ১৯৫৩ সালে ভারতীয় সেনাবাহিনীতেও ঘোড়ায় চড়ে যুদ্ধ করার বাহিনী গঠন করা হয়। যার নামকরণ করা হয় ৬১ কেভালরি রেজিমেন্টে।

 বলা হয় পৃথিবীতে ঘোড়ায় চড়ে যুদ্ধ করার সৈন্য ভারতবর্ষে সর্বাধিক। এবং ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই বাহিনীকে অত্যন্ত যত্নের সঙ্গে গড়ে তুলেছে। বর্তমানে এই বাহিনীকে শুধুমাত্র যুদ্ধের জন্যই প্রস্তুত করা হয় না। খেলার জগতে ও গোটা পৃথিবীতে এই বাহিনীর যথেষ্ট কদর রয়েছে। ভারতের প্রজাতন্ত্র দিবসে চিরাচরিত প্রথায় রাষ্ট্রপতিকে এসকর্ট করে ঘোড়ার গাড়িতে বসিয়ে নিয়ে গেল ৬১ অস্বারোহী রেজিমেন্টের জোওয়ানরা। এই ঘোড়ার গাড়িতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ উপস্থিত ছিলেন। এই থেকে এটি প্রমাণিত হয় ভারতের ৬১ অস্বারোহী রেজিমেন্ট দেশের পাশাপাশি বিদেশের কাছেও কতটা ভরসার এবং সম্মানের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow