শীতের সন্ধ্যায় খোলা আকাশের নিচে গরম চা, আড্ডা আর মুখ্যমন্ত্রী

দুই মন্ত্রী সমেত শহর আগরতলায় রাস্তার পাশে চায়ের আড্ডায় মুখ্যমন্ত্রী

Jan 3, 2024 - 05:30
 0  8
শীতের সন্ধ্যায় খোলা আকাশের নিচে গরম চা, আড্ডা আর মুখ্যমন্ত্রী
দলীয় কর্মসূচি শেষে রবীন্দ্রভবন চত্বরে দুই মন্ত্রী সমেত চায়ের আমেজ নিলেন মুখ্যমন্ত্রী।

দ্যা ফ্যাক্ট :-খোলা আকাশের নিচে শীতের সন্ধ্যায় একটা জমজমাট আড্ডা হাতছাড়া করতে চাননি মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্রভবন চত্বরে জমজমাট চায়ের আড্ডায় মজলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।

                   বাঙ্গালীরা একত্রিত হবে কিন্তু গরম চা আর আড্ডা হবে না তা একেবারেই বেমানান। রীতিমতো জাতিগতভাবে বাঙ্গালীদের সাথে জড়িয়ে আছে এই চা আর আড্ডার তকমা। সেই জাতিরই একজন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি এই অভ্যাস থেকে ব্যতিক্রমী হবেন তা কি করে হয়। সতীর্থ তথা বর্ষীয়ান রাজ্যের মন্ত্রিসভার সদস্য রতনলাল নাথ অপর মন্ত্রি সুশান্ত চৌধুরী সহ দলের শীর্ষ নেতৃত্বদের নিয়ে এদিন চায়ের আড্ডায় সময় ব্যয় করলেন রাজ্যের প্রশাসনিক মুখিয়া। বছরের শুরুতে কর্মব্যস্ততা আর হাই প্রোফাইল সিকিউরিটির বাইরে গিয়ে এই ধরনের আড্ডা অনেকটাই স্বাচ্ছন্দ দিতে পারে মন্ত্রীদের। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই ধরনের পরিবেশ, বৈঠক অনেকটাই দূরে চলে যায় স্বাভাবিক কারণে। তারপরেও ব্যস্ত শহরে রাস্তার পাশে পার্কিং করা বাইকে ঠেস দিয়ে মাটির ভারে গরম চায় ঠোঁট ভেজানো এ এক আলাদা অনুভূতির হাতছানি। দিনশেষে খোলা আকাশের নিচে সতীর্থদের সাথে এই ধরনের আড্ডায়, মানসিক ক্লান্তি দূর করে অনেকটাই ফুরফুরে মেজাজে ফিরে গেলেন মন্ত্রীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow