বিদ্যাজ্যোতির শোচনীয় ফলাফল! স্পষ্টিকরণ চেয়ে পথে নামল SFI-TSU
বিদ্যাজ্যোতি পরিচালিত বিদ্যালয়গুলোতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল হতাশার। সরকারিভাবে স্পস্টিকরণ চাইল SFI-TSU
দ্যা ফ্যাক্ট :- বিদ্যাজ্যোতি বিদ্যালয় গুলোর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শোচনীয় ফলাফলকে কেন্দ্র করে সরকারে স্পষ্টিকরণের দাবিতে রাস্তায় নামল এসএফআই এবং টিএসইউ। রবিবার বিকেলে মেলার মাঠ থেকে শুরু করে আগরতলা বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল। আওয়াজ তোলা হয় অতিসত্বর এই বিষয়েই রাজ্য সরকারের স্পষ্টিকরনের পাশাপাশি উপযুক্ত পদক্ষেপ গ্রহণের।
রাজ্যের ইতিহাসে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে এই ধরনের খারাপ ফলাফল সবচেয়ে বেশি হতাশ করেছে অভিভাবক সহ রাজ্যবাসীকে। মূলত বিদ্যাজ্যোতি প্রকল্পে পরিচালিত বিদ্যালয় গুলোতে এই শোচনীয় ফলাফল শিক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। এখন পর্যন্ত সরকারের তরফে এই বিষয়ে কোন ধরনের বিবৃত্তি আসেনি। অভিভাবকরা দ্বিধাগ্রস্ত হয়ে আছেন ছেলেমেয়েদের বিদ্যাজ্যোতি পরিচালিত বিদ্যালয়গুলোতে ভর্তি করাবেন কিনা এই বিষয়ে। এই অবস্থাতে বিরোধী দুটি ছাত্র সংগঠন রবিবার মিছিল থেকে দাবি করে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে শোচনীয় ফলাফলকে কেন্দ্র করে সরকারকে অবিলম্বে স্পষ্টিকরণ দেওয়ার। প্রয়োজনে গোটা রাজ্যজুড়ে আন্দোলন কর্মসূচি গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সন্দীপন দেব। পরবর্তী সময়ে টিএসইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা একই দাবিতে সুর চড়ান।
What's Your Reaction?