টাউন হলের নাম পরিবর্তন হচ্ছে না, যুক্ত হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম

আগরতলায় টাউনহলের নাম পরিবর্তন হচ্ছে না। কিন্তু টাউনহল নামের সাথে যুক্ত হবে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির নাম। সোমবার বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Jul 7, 2025 - 23:59
Jul 8, 2025 - 07:41
 0  3
টাউন হলের নাম পরিবর্তন হচ্ছে না, যুক্ত হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম

দ্যা ফ্যাক্ট :- আগরতলার টাউনহলের নাম পরিবর্তন হচ্ছে না। তবে টাউন হলের নামে সাথে যুক্ত হচ্ছে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির নাম। সোমবার বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই পোস্টটিকরণ দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 

           রবিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ঘোষণা দিয়েছেন টাউন হলের নাম পরিবর্তন করে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাখার। তার পরই শুরু হয় বিতর্ক। বিরোধী দলনেতা সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন সরকার প্রয়োজনে নতুন কোন প্রকল্প স্থাপন করে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির নামে উৎসর্গ করুক। পুরানো টাউনহলের নাম পরিবর্তন করার বিরোধিতা করেছেন তিনি।

           অন্যদিকে বিজেপির শরিক দল তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা প্রকাশ্যে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনিও দাবি করেন টাউনহলের নাম পরিবর্তন না করে নতুন কোন প্রকল্প স্থাপন করে সেটা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করা জন্য।

সোমবার বিজেপি প্রদেশ কার্যালয়ু সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন টাউন হলের নাম পরিবর্তন করা হচ্ছে না। তবে টাউনহলের নামের সাথে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির নাম যুক্ত করা হচ্ছে। ‌শ্যামাপ্রসাদ মুখার্জীকে যোগ্য সম্মান দিতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

 রাজ্যে ২০১৮ সালের পর বেশ কিছু নতুন জাতীয় সড়ক নির্মাণ করা হয়েছে। সরকার এই নতুন জাতীয় সড়ক গুলোর নাম চাইলেই ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির নামে উৎসর্গ করতে পারতেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন এবং আধুনিক হল নির্মাণের কাজ চলছে। সেগুলিও প্রয়োজনে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে উৎসর্গ করা যেতে পারে। কিন্তু সেই পথে না হেঁটে পুরানো প্রতিষ্ঠানের সাথে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির নাম দূরে দিয়ে কতটা যোগ্য সম্মান প্রদান করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow