গ্রেফতার কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে গেল আপ

অবশেষে দিল্লি মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করলো ইডি।

Mar 22, 2024 - 03:48
 0  47
গ্রেফতার কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে গেল আপ
৯ বার সমন প্রত্যাখানের পর দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করল ইডি।

দ্যা ফ্যাক্ট:-গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাতেই সুপ্রিম কোর্টের দরজায় কড়া নারল আম আদমি। পরপর ৯ বার ইডির সমন প্রত্যাখ্যান করে অবশেষে গ্রেপ্তার হলেন তিনি। এই ঘটনার পর বিক্ষোভে সামিল হয়েছে আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। উনাকে গ্রেফতার করার পাশাপাশি মোবাইল ফোন হেফাজতে নিয়েছে ইডি।

জানা গেছে ইতিপূর্বে উনাকে জিজ্ঞাসাবাদের জন্য ৯ বার সমন দিয়েছিল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। কিন্তু প্রত্যেকবার তিনি এই সমন প্রত্যাখ্যান করেছেন। অবশেষে এই বিষয়কে কেন্দ্র করে হাইকোর্টে গিয়েছিলেন কেজরিওয়াল। সেখানে ওনার আবেদন খারিজ হওয়ার পর বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। জানা গেছে এদিন রাতেই সুপ্রিম কোর্টে গিয়েছে আম আদমি পার্টি। অতিসত্বর দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের দাবী করা হতে পারে সুপ্রিম কোর্টে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালো আপ নেতা এবং মন্ত্রীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow