RK নগরে TSR 2ND ব্যাটেলিয়ানে বিশ্বকর্মার পাশাপাশি অনুষ্ঠিত হলো অস্ত্র পূজা
আরকে নগরে টিএসআর সেকেন্ড ব্যাটেলিয়ানে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে বুধবার। এদিন বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে টিএসআর জওয়ানদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র পূজা করা হয়েছে। এই ব্যাটেলিয়ান স্থাপিত হওয়ার পর থেকে চিরচরিত কোথায় বিশ্বকর্মা পূজার দিন আগ্নেয়াস্ত পূজা হয়ে আসছে। এই বছরও হলো না তার ব্যতিক্রম।

দ্যা ফ্যাক্ট :- আরকে নগরে টিএসআর সেকেন্ড ব্যাটেলিয়ানে অনুষ্ঠিত হয়েছে অস্ত্র পূজা। প্রতিবছর বিশ্বকর্মা পূজার দিন বিশ্বকর্মা পূজার পাশাপাশি অনুষ্ঠিত হয় অস্ত্র পূজা। বিশেষ মুহূর্তগুলোতে অস্ত্র জাতে সচল থাকে এই আধ্যাত্মিক চিন্তা থেকেই শুরু হয়েছিল অস্ত্র পূজা। যা জারি রয়েছে আজও।
একসময় ত্রিপুরার সন্ত্রাসবাদী মোকাবেলায় ত্রিপুরা স্টেট রাইফেলসের দারুণ ভূমিকা ছিল। প্রতিনিয়ত সন্ত্রাসবাদীদের সাথে লড়াই হতো জওয়ানদের। ত্রিপুরার সন্ত্রাসবাদী দমনের ক্ষেত্রে এই বাহিনীকে মূল কারিগর হিসেবে চিহ্নিত করা হয়। যদিও বর্তমানে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ হওয়ায় এই বাহিনী সশস্ত্র লড়াইয়ে লিপ্ত হয় না। তারপরেও প্রথা বজায় রেখে প্রতিবছর হচ্ছে অস্ত্রপূজা। মেশিনগান, ইনসাস, একে ফরটিসেভেন, একে ফিফটি সিক্স সহ বিভিন্ন আধুনিক আগ্নেয়াস্ত্র এই দিন বিশ্বকর্মার সামনে পূজা দেওয়া হয়। এই পূজাতে টিএসআর জওয়ানদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্য সদস্যারা অত্যন্ত উৎসাহের সাথে অংশ নিয়ে থাকেন। বলা যায় ত্রিপুরা স্টেট রাইফেলসের এই অস্ত্র পূজা এক অলিখিত পরম্পরায় পরিণত হয়েছে। যাকে ঘিরে জোয়ান এবং জোয়ান পরিবারদের মধ্যে বেশ উৎসাহ পরিলক্ষিত হয়।
What's Your Reaction?






