৪৩তম আগরতলা বইমেলা শুরু হতে যাচ্ছে ২রা জানুয়ারি

আগরতলা বইমেলাকে কেন্দ্র করে মুক্তধারা অডিটোরিয়ামে প্রস্তুতির সভায় উপস্থিত মুখ্যমন্ত্রী।

Oct 29, 2024 - 01:10
 0  13
৪৩তম আগরতলা বইমেলা শুরু হতে যাচ্ছে ২রা জানুয়ারি
আগরতলা বইমেলা সফল করতে প্রথম প্রস্তুতি বৈঠক সম্পন্ন। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :-  আগামী ২রা জানুয়ারি থেকে শুরু হবে ৪৩তম আগরতলা বইমেলা, যা সমাপ্ত হবে ১৪ই জানুয়ারি। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এই বইমেলার প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আগরতলা বইমেলার পরিধি রাজ্য এবং দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও প্রভাব বিস্তার করেছে। নতুন বইয়ের গন্ধের নেশায় সারা বছর অপেক্ষায় থাকেন বইপ্রেমীরা। বইকে কেন্দ্র করেও যে উৎসব হতে পারে, তার অনুভূতি পাওয়া যায় এই বইমেলায়। আগরতলা বইমেলা ২০২৫ আরও সুন্দরভাবে বইপ্রেমীদের কাছে তুলে ধরতে এদিন প্রথম প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো। গোটা রাজ্য থেকে বিশিষ্ট জনেরা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন।

বিভিন্ন জেলা এবং মহকুমা থেকে স্থানীয়ভাবে বইমেলা করার দাবি উঠেছে, যা নিয়ে মুখ্যমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন। তিনি বলেছেন, সরকার উদ্যোগ গ্রহণে সহযোগিতা করবে। রাজ্যের সবকটি জেলা এবং মহকুমায় বইমেলা আয়োজন করতে পারলে বইপ্রেমীদের জন্য তা অত্যন্ত আনন্দের হবে।

প্রস্তুতি সভায় মুখ্যমন্ত্রী বই বিক্রি নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, যাদের জন্য বই লেখা হয় এবং সমস্ত আয়োজন করা হয়, তারা বই কিনবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বইমেলায় এসে বই না কেনার বিষয়ে মুখ্যমন্ত্রী নিরাশা প্রকাশ করেন এবং লেখক, প্রকাশক ও সাহিত্যিকদের বই কেনা এবং পড়ার প্রতি মানুষের উৎসাহ বাড়ানোর উদ্যোগ নিতে আহ্বান জানান। পাশাপাশি তিনি সামাজিক অনুষ্ঠানে অন্যান্য উপহারের বদলে বই উপহার দেওয়ার পরামর্শ দিয়েছেন।

এদিনের সভায় মুখ্যমন্ত্রী বইমেলা শেষে একটি পর্যালোচনা বৈঠক করার আহ্বান জানান। বইমেলার বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন সবাই। সভায় উপস্থিত ছিলেন মুখ্য সচিব, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, জেলা সভাধিপতি বলাই গোস্বামী সহ কবি, সাহিত্যিক, প্রকাশকসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow