হেজামারা ব্লক ও CDPO অফিসে ডেপুটেশনের নামে ভাঙচুর,BAC চেয়ারম্যান দরজায় পেরাক

বার্ধক্য ভাতার দাবিতে হেজামারা ব্লক এবং সিডিপিও অফিসের ডেপুটেশনের নামে ভাংচুর। ব্লকের বিএসি সম্মান সি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের দরজায় পেরাক মেরে বন্ধ করে দিয়েছে ডেপুটেশনকারীরা। অরাজনৈতিক ডেপুটেশন হলেও নেতৃত্বে দেখা গেছে তিপ্রামথা দলের নেতৃত্বদের।

May 21, 2025 - 23:59
May 22, 2025 - 00:44
 0  13
হেজামারা ব্লক ও CDPO অফিসে ডেপুটেশনের নামে ভাঙচুর,BAC চেয়ারম্যান দরজায় পেরাক
হেজামরা ব্লকের বিইসি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের কক্ষ কাঠ দিয়ে পেরাক মেরে বন্ধ করে দিল ডেপোটেশন কারীরা।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- হেজামারা ব্লকে এবং হেজামারা সিডিপিও অফিসে দাবি আদায়ের নামে আক্রমণ ভাংচুর এবং চরম অরাজকতা সংঘটিত হয়েছে বুধবার। ব্লকের বিইসি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের কক্ষ কাঠ দিয়ে পেরাক মেরে সিল করে দিয়েছে ডেপুটেশনকারীরা। ভাঙচুর করা হয়েছে বিভিন্ন সামগ্রী। অরাজনৈতিক ডেপুটেশন দাবি করলেও নেতৃত্বে দেখা গেল মথার স্থানীয় নেতাদের।

হেজামারা ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকার জনগণের বার্ধক্য ভাতা সহ বিভিন্ন সামাজিক ভাতার দাবিতে হেজামারা ব্লকের বিডিও নিকট ডেপুটেশন প্রদানের জন্য শত শত মানুষ জমায়েত হয়েছে বুধবার। এই ডেপোটেশনে কোন রাজনৈতিক দলের সরাসরি অংশগ্রহণ না থাকলেও নেতৃত্বে দেখা গেছে তিপ্রা মথা দলের স্থানীয় নেতাদের। বুধবার হেজামারা ব্লকের বিডিও মানষ মোরাসিং এর নিকট ডেপুটেশন দেওয়ার নামে ভাঙচুর করা হয়েছে ব্লকের বিভিন্ন আসবাবপত্র। পাশাপাশি বিইসি চেয়ারম্যান সুনীল দেববর্মা এবং ভাইস চেয়ারম্যান নিহার দেববর্মা চেম্বারের দরজায় কাঠ দিয়ে লোহার পেরাক মেরে বন্ধ করে দিয়েছে ডেপোটেশনকারীরা। একই সাথে ভাঙচুর করা হয়েছে সিসি ক্যামেরা। অন্যদিকে হেজামারা সিডিপিও অফিসে বিভিন্ন সামগ্রী, টেবিল এবং কম্পিউটার ভাঙচুর করেছে উক্ত ডেপুটেশনকারীরা। পাশাপাশি তাদের আক্রমণে এক আধিকারিক আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে ছুটে গেছে সিধাই থানার পুলিশ এবং সিআরপিএফ। উল্লেখ্য এই ডেপুটেশনের বিষয়ে পূর্বে কোন ধরনের অনুমতি নেওয়া হয়নি দপ্তর থেকে। যদিও এই বিষয়ে আধিকারিকরা মুখ খুলতে চাইছেন না। তবে দাবি উঠেছে ডেপুটেশনের নামে সন্ত্রাস তৈরি কারীদের বিরুদ্ধে মামলা গ্রহণের পাশাপাশি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow