স্টেট মিউজিয়ামের ভিডিও প্রচার,YTF মামলা দিল youtuber-এর বিরুদ্ধে

ত্রিপুরা এসে নিষেধাজ্ঞা অমান্য করে ইউটিউবে স্টেট মিউজিয়ামের ভিডিও প্রচার করেছিল এক ব্যক্তি। শনিবার পশ্চিম আগরতলা থানায় তার বিরুদ্ধে মামলা করল ওয়াইটিএফ।

Feb 22, 2025 - 23:58
Feb 23, 2025 - 00:24
 0  13
স্টেট মিউজিয়ামের ভিডিও প্রচার,YTF মামলা দিল youtuber-এর বিরুদ্ধে
স্টেট মিউজিয়ামের ভিডিও সামাজিক মাধ্যমের প্রচার করায় ইউটিউবারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- সম্প্রত্তির রাজ্যে এসে স্টেট মিউজিয়ামের ভেতরে দৃশ্য সামাজিক মাধ্যমে প্রচার করেছিল এক ইউটিউবার। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মিউজিয়ামের দৃশ্য সামাজিক মাধ্যমে প্রচার করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করল ওয়াইটিএফ (YTF)। অভিযুক্তের নাম অনুরাগ ডোবহাল। শনিবার সন্ধ্যায় পশ্চিম আগরতলা থানাতে করা হয়েছে অভিযোগ।

               আগরতলার স্টেট মিউজিয়ামের ভেতর ছবি এবং ভিডিও করার উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সম্প্রতি বহিঃ রাজ্যের এক ব্যক্তি ঘুরতে এসে উনার ইউটিউব চ্যানেলে স্টেট মিউজিয়ামের বিভিন্ন দৃশ্য প্রচার করেছেন। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজ্যের বিভিন্ন সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যমে তার তীব্র সমালোচনা হয়েছে। ঘটনা বেশ কয়েকদিন অতিবাহিত হলেও মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে কোন অভিযোগ করা হয়নি। এমনকি ওই ব্যক্তির বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য প্রকাশে আনা হয়নি মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে।

 অবশেষে শনিবার ওয়াইটিএফের পশ্চিম জেলার সম্পাদক জিতেন্দ্র দেববর্মা পশ্চিম আগরতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই দিন দাবি করা হয়েছে উক্ত ইউটিউবারে বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার। পাশাপাশি সরকারি বিধি নিষেধ থাকা সত্ত্বেও এই ধরনের কার্যকলাপ করার জন্য অভিযুক্তের সমালোচনা সড়ক হয়েছেন ওয়াইটিএফ নেতৃত্ব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow