লেম্বু ছড়ায় পথ দুর্ঘটনায় নিহত ১ প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসী
দ্যা ফ্যাক্ট :- লেম্বুছড়ায় পথদুর্ঘটনায় নিহত হয়েছেন সুকুমার দেববর্মা। উনার মৃত্যুকে কেন্দ্র করে সোমবার রাতে লেম্বুছড়ায় আগরতলা খোয়াই জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসী। রাত আনুমানিক ১১ পর্যন্ত চলে অবরোধ। মঙ্গলবার পুনরায় দুপুর থেকে একই স্থানে অভিযুক্ত গাড়ি চালককে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করা হয়। যদিও পুলিশের আশ্বাসে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক।
সোমবার সন্ধ্যা আনুমানিক ৭ টা নাগাদ লেম্বুছড়াতে গাড়ির ধাক্কায় রক্তাক্ত হয়েছেন সুকুমার দেববর্মা। স্কুটি চেপে যাওয়ার সময় গাড়ির সাথে সংঘর্ষ ঘটে। ঘটনা স্হলে লুটিয়ে পড়েন তিনি। গোটাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে ঘাতক গাড়ি। উনাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে। চিকিৎসকের উনাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে উত্তেজিত জনতা রাতেই লেম্বুছরাতে পথ অবরোধে বসেন। এদের দাবি অভিযুক্ত গাড়ি চালককে গ্রেফতার করতে হবে। যদিও পুলিশের অনুরোধে রাত আনুমানিক ১১ টা নাগাদ অবরোধ মুক্ত হয়ে জাতীয় সড়ক। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে লেম্বু ছড়ায় পুনরায় শুরু হয় অবরোধ। অবশেষে ঘটনাস্থলে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ সহ অন্যান্যরা। মৃতের বাড়িতে গিয়ে গোটা ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন তিনি। আশ্বাস দিয়েছেন অবিলম্বে অভিযুক্তির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার। এই আশ্বাসের ভিত্তিতেই অবরোধ মুক্ত হয় এই সড়ক। উৎসবের মুখে জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে চরম হেনস্তা স্বীকার হয়েছেন দূরপাল্লা সহ স্থানীয় পথচারী ও যাত্রীরা।
What's Your Reaction?






