লক্ষ্মী লুঙ্গা চা বাগানে জলের পাম্প বিকল, পানীয় জলের সংকট

বামুটিয়া ব্লকের অন্তর্গত লক্ষ্মী লুঙ্গা চা বাগান এলাকায় পানীয় জলের সমস্যায় ভুগছে এলাকার মানুষ। জল সরবরাহকারী পাম্প বিকল থাকার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে।

Aug 20, 2025 - 23:56
Aug 22, 2025 - 00:51
 0  15
লক্ষ্মী লুঙ্গা চা বাগানে জলের পাম্প বিকল, পানীয় জলের সংকট
লক্ষ্মী লুঙ্গা চা বাগানে পানীয় জলের তীব্র সংকট।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বামুটিয়া ব্লকের অন্তর্গত লক্ষী লুঙ্গা চা বাগানে বিগত ছয় দিন যাবত পানীয় জলের তীব্র সংকট রয়েছে। বাগানের জল সরবরাহকারী পাম্প বিকল হবার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। দপ্তরের তরফে আশ্বাস দেওয়া হয়েছে বৃহস্পতিবারের মধ্যে পাম্প সচল হবার পাশাপাশি পুনরায় জল সরবরাহ শুরু হবে।

            লক্ষ্মীলুঙ্গা চা বাগানে পানীয় জল সরবরাহকারী পাম্প বিকল হয়ে রয়েছে। বিগত ছয়দিন যাবত গোটা বাগান জুড়ে পানীয় জলের তীব্র সংকর শুরু হয়েছে। এরই মধ্যে ডিডাব্লিউএস থেকে গাড়ির মাধ্যমে পানীয় জল সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বাগানের সাধারণ জনতা অভিযোগ করেন প্রতিদিন এক গাড়ি জল বাগানে পাঠানো হচ্ছে। এই জল দিয়ে সমস্ত মানুষের চাহিদা পূরণ হচ্ছে না। ন্যূনতম ৩ গাড়ি জল পাঠানোর প্রয়োজন প্রতিদিন। এই অবস্থাতেই শ্রমিকদের চাহিদা মোতাবেক নূন্যতম তিন গাড়ির জল প্রতিদিন পাঠানোর জন্য দাবী জানানো হয় দপ্তরের নিকট । বুধবার ঘটনাস্থলে আসেন ডিডব্লিউএস দপ্তরের আধিকারিক শুভঙ্কর নাহা। তিনি আশ্বাস দেন বৃহস্পতিবারের মধ্যে মোটর মেরামত হয়ে যাবে। ঐদিন থেকেই গোটা এলাকাতে পাইপলাইনের মাধ্যমে পুনরায় পানীয় জল সরবরাহ শুরু হয়ে যাবে। উনার এই আশ্বাস পেয়ে শান্ত হয়েছেন এলাকাবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow